X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় ম্যারাডোনার পরই মেসির অবস্থান: জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫২

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দল সোল দা মায়োতে যোগ দিয়ে বেশি দিন খেলতে পারেননি জামাল ভূঁইয়া।  গত বছর আগস্টে যোগ দিয়ে এ বছরের শুরুতে চুক্তি ছিন্ন করতে হয়েছে। আর্জেন্টিনা ক্লাব থেকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে খেলবেন জামাল ভূঁইয়া। এরই মধ্যে আবাহনী লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার।  বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে দুপুরে ধানমন্ডিতে ক্লাব ভবনে কোচ ও ম্যানেজারের সঙ্গে দেখা করলেন। বললেন নানান কথা।

আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতা নিয়ে  জামাল বলেছেন, 'ওখানে ম্যারাডোনা এখনও সবার ওপরে। বুয়েন্স আয়ারস শহরে তার অনেক ছবি।  মেসির এরপরেই অবস্থান। এছাড়া  সেখানে আমি বাংলাদেশের অধিনায়ক জেনে সবাই অন্যরকম সম্মান দিয়েছে। ছবি তুলতে আসতো। এসবই বিশেষ করে কাতার বিশ্বকাপের জন্য। আর্জেন্টিনা দলের জন্য বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন দেখে।'

আর্জেন্টিনাতে খেলতে না পারলেও ওমানে অনুশীলন থাকার দাবি করে জামাল বলেছেন, 'গত ১২ দিন ধরে ওমানে ছিলাম। সেখানে আমার এক বন্ধু থাকেন। উনি প্রায় ৩৫ বছর ধরে ওমানেই আছেন। তিনি ওমানের প্রিমিয়ার লিগের ৩ নম্বর দল ওমান ক্লাবে আমাকে অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছিলেন। এতদিন সেখানে অনুশীলন করেছি।' আবাহনী ক্লাবে কোচ ও ম্যানেজারের সঙ্গে জামাল

আর্জেন্টিনায় খেলার অভিজ্ঞতা নিয়ে জামাল জানালেন, 'আবারও বলছি আর্জেন্টিনা আলাদা দেশ। অন্য রকম পরিবেশ। তাই অভিজ্ঞতাও অন্য রকম ছিল। যদিও তৃতীয় বিভাগের ক্লাবে খেলেছি। কিন্তু বাংলাদেশের চেয়ে রাফ ফুটবল খেলে ওরা। ক্রুসিয়ানি (আবাহনীর আর্জেন্টাইন কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি) এটা ভালো করে জানেন। তিনি ভালো মতো বলতে পারবেন, ওখানকার ফুটবলের লেভেল কেমন।'

আবাহনী লিমিটেডে প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে খেলা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে জামালের ব্যাখ্যা, 'ওখানে প্রাক-মৌসুম চলছে। ওদের সঙ্গে চুক্তি শেষ। শুধু আইটিসির (আন্তর্জাতিক ছাড়পত্র) জন্য অপেক্ষা করছি। সেটা এলে সরাসরি আবাহনীর হয়ে মাঠে নামতে পারবো।

এই প্রথম জামাল কোনও সমর্থকপুষ্ট দল ঐতিহ্যবাহী আবাহনীর জার্সিতে খেলার অপেক্ষায়।

জামাল তাই রোমাঞ্চিত, 'ইনশাল্লাহ এবার আবাহনীর জার্সি গায়ে দেবো, এজন্য রোমাঞ্চিত। আবাহনী মোস্ট ডেকোরেটেড ক্লাব ইন বাংলাদেশ, এটা সবাই জানে। যখন প্রথমে এ দেশে এসে শেখ জামাল ধানমন্ডিতে সাইন করি ওই সময় মনজুর কাদের ভাই (শেখ জামালের তৎকালীন সভাপতি) বলেছিলেন, উই ওয়ান্টস টু বি লাইক আবাহনী ক্লাব। তখনই বুঝতে পারি আবাহনী বড় ক্লাব। এছাড়া প্রচুর সমর্থক রয়েছে। সেই ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। চেষ্টা করবো আবাহনীকে ভালো অবস্থানে নিয়ে যেতে।' আবাহনীর পর জাতীয় দল নিয়েও প্রশ্নের উত্তর দিতে হলো জামালকে।

ফিলিস্তিনের প্রত্যাশা নিয়ে বলেছেন, 'জাতীয় দলে খেলা সব সময় বিশেষ কিছু। কারণ সারা দেশ তাকিয়ে থাকে এদিকে। আশা করি সবাই এবার ভালো করবে। সবাই চেষ্টা করবে ভালো একটা ফল দেশবাসীকে উপহার দিতে। দেশকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে চাই। এখন আমার সব দৃষ্টি শুধু ফিলিস্তিন ম্যাচে।'

/টিএ/এমএস/
সম্পর্কিত
ফিলিস্তিনের কাছে এবার হারতে চান না জামাল
আবাহনীতে কত নাম্বার জার্সি চেয়ে নিলেন জামাল?
৬ ফুট উচ্চতার ফিলিস্তিনিদের নিয়ে চিন্তিত জামাল
সর্বশেষ খবর
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
আইপিএলের সময়ে হবে পিএসএল!
আইপিএলের সময়ে হবে পিএসএল!
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে বাবুর্চির মৃত্যু, সারা রাত রাস্তায় পড়ে ছিল লাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি