ইংল্যান্ডের তৃণমূল ফুটবলে নীল কার্ডের পরীক্ষা সফল হওয়ার পর সেটি শীর্ষ স্তরের ফুটবলেও চালু করার কথা ভাবছিল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এই কার্ডের ব্যাপারে গত মাসে খবর চাউর হয়, তখনই বিষয়টি জানতে পারেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। শুক্রবার আইএফএবি-র সঙ্গে বৈঠকের পর জানিয়ে দিলেন, ফিফা নীল কার্ড ধারণার বিরুদ্ধে।
ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থার প্রস্তাব অনুযায়ী, কোনও খেলোয়াড়ের আচরণ কিংবা নির্দয় ফাউলের কারণে রেফারি নীল কার্ড দেখানোর ক্ষমতা রাখেন। তাতে করে ওই খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। এনিয়ে স্কটল্যান্ডে আইএফএবির বার্ষিক সাধারণ সভায় ফিফার সঙ্গে আলোচনা হয়।
বৈঠক শেষে ইনফান্তিনো বলেছেন, ‘শীর্ষ পর্যায়ে কোনও নীল কার্ডের ব্যবহার হবে না। এটি আমাদের জন্য অস্তিত্বহীন ব্যাপার। ফিফা নীল কার্ডের সম্পূর্ণ বিরোধী। ফিফার প্রেসিডেন্ট হিসেবে এই বিষয়ে আমি অবগত ছিলাম না। আমি মনে করি আইএফএবিকে কিছু বলার আছে ফিফার। যদি আপনারা শিরোনাম চান- ‘নীল কার্ডকে লাল কার্ড।’
নীল কার্ড ফুটবল ঐতিহ্যের বিরোধী হবে মনে করেন ফিফা প্রধান, ‘আমরা যে কোনও ধারণা ও প্রস্তাব নিয়ে খোলামেলা আলোচনা করি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভাবুন তো, আপনাকে খেলার ঐতিহ্য রক্ষা করতে হবে।’