X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১৭:৫৯

চোট থেকে সেরে মোহাম্মদ আব্দুল্লাহ আজ দারুণ খেললেন। শেখ জামালকে শুরুতে গোল করে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। সেই গতিতে চলছিল ম্যাচ। তবে আবাহনী লিমিটেড ঘুরে দাঁড়াতে সময় নেয়নি। ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের নৈপুণ্যে আকাশি-নীল জার্সিধারীরা ২-১ গোলে শেখ জামালকে হারিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে মাঠ ছেড়েছে। লিগের প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল আন্দ্রেস ক্রুসিয়ানির দল।

শুক্রবার গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরুর ২০ মিনিটে শেখ জামাল আক্রমণে এগিয়ে। ম্যাচ ঘড়ির ৮ মিনিটে তারা এগিয়ে যায়। আবু তোরের পাসে বক্সের একটু বাইরে থেকে বল পেয়ে মোহাম্মদ আব্দুল্লাহ জোরালো শটে গোলকিপার শহিদুল আলম সোহেলের পাশ দিয়ে জড়িয়ে দেন জালে। সোহেল জায়গা মতো ঝাঁপালেও কিছুই করতে পারেননি।

২৬ মিনিটে আব্দুল্লার পাসে ইগর লেতের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়া হয়নি জুলিফিকার মাহমুদ মিন্টুর দলের।

গুছিয়ে নিয়ে আবাহনী সুযোগ খুঁজছিল ঘুরে দাঁড়ানোর।  সমতায় ফিরতে সময় লাগেনি। আক্রমণও কম হচ্ছিল না। ২৮ মিনিটে আসে কাংখিত সমতাসূচক গোল। বক্সে ঢুকে লক্ষ্যে শট নেন কর্নেলিয়াস স্টুয়ার্ট, গোলকিপার মাহফুজ হাসান প্রীতম ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি; ফিরতি বলে সামনে থেকে জোনাথন ফের্নান্দেজ দারুণ প্লেসিং শটে জাল কাঁপান।

একটু পর আরেক ব্রাজিলিয়ান ওয়াশিংটন বান্দ্রাও বক্সে ঢুকে সরাসরি গোলকিপারের শরীরে মেরে সুযোগ নষ্ট করেন।

যোগ করা সময়ের শুরুর দিকে আবাহনী ব্যবধান বাড়ায়। ব্রাজিলিয়ান জোনাথনের দারুণ এক ডিফেন্স চেড়া পাসে ওয়াশিংটন বক্সে পেয়ে আগুয়ান গোলকিপারকে পেয়ে শট না নিয়ে পাসেই কর্নেলিয়াসকে দেন, গ্রানাডার এই স্ট্রাইকার প্রীতমের পাশ দিয়ে নিঁখুত নিশানাভেদ করেন।

যোগ করা সময়ের শেষ দিকে শেখ জামালও সমতায় ফিরতে ভালো সুযোগ হাতছাড়া করে। আবু তোরের জোরালো শট অল্পের জন্য ক্রস বারের ওপর দিয়ে যায়।

বিরতির পরও আবাহনীর দাপট চলতে থাকে। শুরুর দিকে কর্নেলিয়াসের ক্রস, অন্য প্রান্তে ফাঁকায় কেউ ছিল না।

৭৭ মিনিটে জোনাথন ভালো সুযোগ নষ্ট করেন। গোলকিপারের ওপর দিয়ে এই ব্রাজিলিয়ানের শট  আর একটু হলেই ব্যবধান বাড়তে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডার তাজউদ্দিন শেষ মুহূর্তে গোললাইন সেভ করে দলকে তৃতীয় গোল খাওয়া থেকে রক্ষা করেন।

শেষ দিকে শেখ জামাল চেষ্টা করেও পারেনি হার এড়াতে।

ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ এসসি ২৬ মিনিটে কিরমানির লক্ষ্যভেদে ১-০ গোলে হারায় শেখ রাসেলকে।

লিগে আবাহনী ১২ ম্যাচে ষষ্ঠ জয়ে ২২ পয়েন্টে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে শেখ জামাল ১৫ পয়েন্টে পঞ্চম স্থানে নেমে গেছে। পুলিশ ১৭ পয়েন্টে চতুর্থ স্থানে উঠে এসেছে। শেখ রাসেল আগের ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা