X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

তানজিদের কারণেই ঝুঁকি নেননি সৌম্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৪, ২৩:২০আপডেট : ১০ মে ২০২৪, ২৩:২০

শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়ে প্রিমিয়ার লিগ মিস করেছিলেন সৌম্য সরকার। পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে। মাস দুয়েক পর ব্যাটিংয়ে নেমে শুরুতে কিছুটা অস্বস্তি থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দে ফিরেছেন সৌম্য। তার কাজটা সহজ করে দিয়েছেন তানজিদ হাসান তামিম। এক প্রান্তে দাঁড়িয়ে একের পর এক বাউন্ডারি মেরে রানের চাকা সচল রেখেছেন জুনিয়র তামিম। তার রানেই মূলত ঝুঁকিমুক্ত হয়ে খেলার সুযোগ পান সৌম্য। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশে তোলে ৫৭ রান। সেখানে তানজিদের অবদান ২৭ বলে ৪০ রান। অন্যদিকে ৯ বলে ৬ রান করে অবদান রাখেন সৌম্য। শুরুতে বেশ কিছু বল কভার দিয়ে খেলার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে দেখেশুনে খেলতে থাকেন। তবে ব্রায়ান বেনেটের বলে ফ্লিক করে ছক্কা মারার পরই শুরু হয় সৌম্যর আক্রমণাত্মক ব্যাটিং। শেষ পর্যন্ত ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৪১ রানের ইনিংস।  প্রথম ৬ ওভারে তানজিদ দারুণ ব্যাটিং করে রানের চাকা সচল রাখার কারণে ব্যাট হাতে জোরাজুরি করেননি সৌম্য। আস্তে ধীরে নিজের জোনের বলের অপেক্ষাতে ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সৌম্য বলেছেন, ‘নাহ, আসলে প্রথম পাঁচ ওভারে আমি পাঁচ ছয়টা বল খেলছি। ও (তানজিদ তামিম) খেলছে, উইকেটটা হয়তো অনেক সহজ। আমি বেশিরভাগ সময়ই ননস্ট্রাইকে ছিলাম, হয়তো ওভারে এক-দুইটা বল খেলছিলাম। আমার কাছে মনে হচ্ছিল ও যেভাবে খেলছে তাকে সাপোর্ট দেওয়াটা গুরুত্বপূর্ণ। কারণ আমি ওই একই ফ্লোতে যেতে পারবো না ওর সঙ্গে, কারণ আমি এক ওভার পরে হয়তো একটা বা দুইটা বল খেলছি। তাই আমি জোরাজুরি না করে একটু সময় নিচ্ছিলাম।’

ইনজুরি থেকে ফিরে ভালো অবস্থায় আছেন সৌম্য। শুক্রবার বোলিং করতে না পারলেও বোলিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন বাঁহাতি এই পেস বোলিং অলরাউন্ডার। নিজের অবস্থান নিয়ে সৌম্য বলেছেন, ‘ভালো লাগছে যে মাঠে ফিরতে পেরেছি। ইনজুরড ছিলাম, ইনজুরড থাকাটা আসলে অনেক কষ্টের। সবাই খেলে, খেলতে পারি না, তারপরে যে রিহ্যাব বলেন বা অন্য যে কাজগুলো থাকে; ওগুলো একা করাটা আসলে অনেক কঠিন। মনের মধ্যে অস্থিরতা থাকে।’

বিনা উইকেটে ১০১ রান থেকে ১৪৩ রানে অলআউট বাংলাদেশ। এই ব্যাটিং ব্যর্থতার কারণ নিয়ে সৌম্য বলেছেন, ‘প্রথম দিকে আমি আর তানজিদ যখন ব্যাট করছিলাম নতুন বলে একটু ভালো ছিল। বলটা ব্যাটে আসছিল। হঠাৎ বলটা একটু পুরোনো হওয়ার পর একটু ডাবল পেস, একটু আপস এন্ড ডাউন করছিল। প্রথম দিকে হয়তো সবাই বুঝতে ভুল করেছে। প্রথমে আমাদের স্কোর দেখে মনে হয়েছিল উইকেট ১৭০-১৮০ এর। হঠাৎ যখন বলটা পুরোনো হয়েছে। বলটা তখন একটু আপস এন্ড ডাউন স্লো হচ্ছিল। এটা হয়তো সবাই একটু আগে গিয়ে অ্যাটাকিংয়ে চলে গেছে, এটা হয়তো ভুল হয়েছে মনে হয়।'

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
যেখানে শান্তর তৃপ্তি
তাসকিনের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত
আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়: শান্ত
সর্বশেষ খবর
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
অমৃতসরে ব্ল্যাকআউট মহড়া শুরু, বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ মে, ২০২৫)
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
বিএনপি নেতার গোডাউন থেকে সরকারি ১১৯ বস্তা চাল উদ্ধার, মামলা করতে অনীহা খাদ্য বিভাগের
আর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগআর্সেনালের স্বপ্ন ভেঙে ফাইনালে পিএসজি
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা