টানা চার জয়ের পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল গোলাম রব্বানী ছোটনের সেনাবাহিনীর। আজ জিতলেই নারী ফুটবল লিগে শীর্ষে ওঠার সুযোগ ছিল। কিন্তু তাদেরকে প্রথম হারের তেতো স্বাদ দিল সদ্যপুস্কুরিনী যুব স্পোর্টিং ক্লাব।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার সেনাবাহিনীকে ২-১ গোলে হারিয়েছে সদ্যপুস্কুরিনী। জয়ী দলের দুই গোলদাতা কাকলী সোরেন ও শিলা আক্তার। সেনাবাহিনীর হয়ে ব্যবধান কমান মাহফুজা খাতুন।
সাফ জয়ী কোচ ছোটনের দল দুই গোলে পিছিয়ে ছিল। ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫২ মিনিটে সেনাবাহিনীর আক্রমণ ফেরানোর পর সতীর্থের লং পাসে মাঝমাঠ থেকে এক ছুটে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন কাকলী। পেছনে দুই ডিফেন্ডার ছুটলেও তার নাগাল পাননি, পোস্ট ছেড়ে বেরিয়ে পথ আগলে দাঁড়াতে পারেননি সেনাবাহিনী গোলকিপারও।
৮২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন শিলা। সেনাবাহিনী ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। মাহফুজা লক্ষ্যভেদ করলেও ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাসরিন একাডেমি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা এআরবি কলেজ। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেনাবাহিনী রয়েছে তৃতীয় স্থানে।
এ নিয়ে দ্বিতীয় জয় পেলো সদ্যপুস্কুরিনী। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে দলটি।