এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বের ড্র হয়ে গেলো আজ সোমবার। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই ড্রয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে ভারতের মতো শক্তিশালী দল।
‘সি’ গ্রুপে অবস্থান করা বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮৫, সিঙ্গাপুরের ১৬১, হংকং ১৫৬ এবং ভারত ১২৭তম স্থানে আছে।
বাছাই পর্বে ৬ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল খেলবে সরাসরি চূড়ান্ত পর্বে। যা হবে ২০২৭ সালের সৌদি আরবে। আর বাছাই পর্ব হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে শুরু হবে ২০২৫ সালের মার্চ থেকে।
১৯৮০ সালের পর বাংলাদেশ কখনও এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার ভারত ও অন্য দলকে টপকে জায়গা করে নেওয়াটা জামাল তপুদের জন্য কঠিনই।