X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

কিংসের গোল উৎসব, ফর্টিসের স্বপ্ন ভেঙে কোয়ালিফায়ারে ব্রাদার্সও

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৪১

‘পুচকে’ ঢাকা ওয়ান্ডারার্সকে হারাতে কোনও বাধা মধ্যে পড়তে হয়নি বসুন্ধরা কিংসকে। তাদের জালে একে একে পাঁচ গোল করে গ্রুপ পর্বের সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে রাকিব-মিগেলরা। 

কোয়ালিফিকেশন রাউন্ডে কিংসের সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নও। কপাল পুড়েছে ফর্টিস এফসির। ব্রাদার্সের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে। 

‘এ’ গ্রুপে মঙ্গলবার  ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ৫-০ গোলে উড়িয়ে দেয় কিংস। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাদার্স। 

৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা কিংস। ফর্টিসের সমান ৭ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপের রানার্সআপ হয়েছে ব্রাদার্স। গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ফর্টিস, পুলিশ এফসি ও ওয়ান্ডারার্স। এদের মধ্যে ফর্টিস গ্রুপ পর্বে কিংসকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল। 

শেষ ম্যাচে ১৭ মিনিটে কিংস এগিয়ে যায়। সোহেল রানার সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে বক্সের মধ্যে তালগোল পাকান ওয়ান্ডারার্সের ডিফেন্ডার। জনি দ্রুত ছোট পাস বাড়িয়ে দেন মিগেল ফিগেইরা দামাশেনোকে, নিখুঁত কোনাকুনি শটে গোল মুখ উন্মুক্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কিংসের উৎসবেরও শুরু এখান থেকে। 

৪০ মিনিটে বক্সের ঠিক উপর থেকে বাঁ পায়ের নিচু জোরালো শট নেন সোহেল রানা, ঝাঁপিয়ে পড়া গোলকিপার সাইফুল ইসলামের গ্লাভস এড়িয়ে পোস্ট ঘেষে ঠিকানা খুঁজে নেয় বল। ব্যবধান দ্বিগুণের স্বস্তি নিয়ে বিরতিতে যায় কিংস। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও কোণঠাসা হয়ে পড়ে ওয়ান্ডারার্স। দুরূহ কোণ থেকে মিগেল কাছের পোস্টে শট নিয়েছিলেন, কিন্তু এক ডিফেন্ডারের মাথায় লেগে দিক পাল্টে গোলকিপারকে বোকা বানিয়ে জালে জড়ায়। ৭০ মিনিটে জুনিয়র সোহেল রানার গোলে ব্যবধান বাড়ে আরও। 

সাত মিনিট পর কিংসের জয় নিশ্চিত হয়ে যায় অনেকটাই। ফয়সাল আহমেদ ফাহিমের পাস জোনাথন ফের্নান্দেজের ব্যাকহিলে বলে পেয়ে যান দামাশেনো, তার আড়াআড়ি ক্রস থেকে পাওয়া বল অনায়াসে জালে জড়িয়ে দেন দূরের পোস্টে অরক্ষিত থাকা তপু বর্মণ। এই ম্যাচে চোট কাটিয়ে অনেক দিন পর বদলি খেলেছেন শেখ মোরসালিন।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
বাংলায় নাম লেখা জার্সিতে জিতে মাঠ ছাড়লো কিংস
ওয়ান্ডারার্সকে ৫ গোল দিলো কিংস
কিংসকে এবারও জিততে দিলেন না আব্দুল্লাহ
সর্বশেষ খবর
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বৃদ্ধ যাত্রী আহত
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, বৃদ্ধ যাত্রী আহত
উইঘুরদের চীনে প্রত্যার্পণ করা থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 
উইঘুরদের চীনে প্রত্যার্পণ করা থাইল্যান্ডের কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা 
স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি
স্বর্ণের দোকানের দেয়াল কেটে ৮০ ভরি স্বর্ণালঙ্কার চুরি
ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেফতার চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের
ছাত্র ফেডারেশন সভাপতিকে গ্রেফতার চেষ্টার নিন্দা গণসংহতি আন্দোলনের
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা
ফরিদপুরে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, ৫০০ কোটি টাকা বিক্রির আশা