X
রবিবার, ০৪ মে ২০২৫
২১ বৈশাখ ১৪৩২

সান্তোসে নেইমারের নিষ্প্রভ প্রত্যাবর্তন 

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫

শৈশবের ক্লাব সান্তোসে আবেগঘন প্রত্যাবর্তন হয়েছে নেইমারের। ৩৩তম জন্ম দিনে ব্রাজিলিয়ান পাউলিস্তা চ্যাম্পিয়নশিপে বোতাফোগোর বিপক্ষে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন। কিন্তু যেখান থেকে তার ক্যারিয়ারের শুরু সেখানে ফিরে আহমরি কিছু করে দেখাতে পারেননি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১-১ ড্রয়ের দিনে নিষ্প্রভ-ই থেকেছেন।

নেইমারকে বরণ করতে দ্য উরবানো কালদেইরা স্টেডিয়ামে দেখা মেলে আবেগঘন পরিবেশের। আনন্দে আত্মহারা ও অশ্রুসজল ভক্তরা নেইমারকে বীরোচিত অভ্যর্থনা জানাতে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে সৃষ্টি করেন ভিন্ন এক আবহের। ১২ বছর আগে সান্তোস ছেড়ে যাওয়া ঘরের ছেলের জন্য তাদের উচ্ছ্বাসের কোনও কমতি ছিল না। 

অবশ্য ঘরের ছেলেকে দেখতে বেশ অপেক্ষা করতে হয়েছে তাদের। নেইমার বেঞ্চ থেকে মাঠে নামেন বিরতির পর। প্রথমার্ধে সান্তোস পেনাল্টি থেকে লিড নিয়েছিল। গোল করেছিলেন তিকিনহো। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ১৬ মাস পর খেলতে নামা নেইমার প্রত্যাশার চাপ সামলাতে পারেননি। কিছু চিরাচরিত মুভ দেখালেও সেটা যথেষ্ট ছিল না। এসবের মাঝেই ৬৭ মিনিটে বোতাফোগোকে সমতায় ফেরান অ্যালেক্সান্ডার ডি জেসুস। চার মিনিট বাদে নেইমারের ওপর ফাউল করায় মাঠ ছেড়ে যান ওয়ালিসন। তার পরেও সান্তোস ১০ জনের প্রতিপক্ষের সুবিধা কাজে লাগাতে পারেনি।  

ম্যাচের পর নেইমার নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানান, ‘কোনও কিছুর প্রতি ভালোবাসা থাকলে সেসব ভাষায় প্রকাশ করা যায় না। সান্তোসকে ভীষণ ভালোবাসি। মাঠে নামার পর আমার যে অনুভূতি হয়েছে, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না।’

ম্যাচ নিয়ে বলেছেন, ‘ম্যাচটা ভীষণ কঠিন ছিল। বাবাকেও বলেছি, ম্যাচটা কঠিন। বিশেষ করে পেছনে তারা অনেক মার্ক করে খেলছিল। যারা ভীষণ রক্ষাণত্মক, ভীষল ট্যাকল করে খেলে। আমার মনে হয় আরও ধৈর্য ধরতে হবে এবং অনুশীলন করতে হবে।’    

/এফআইআর/
সম্পর্কিত
আবার ইনজুরিতে নেইমার 
ব্রাজিল দল থেকে আবারও ছিটকে গেলেন নেইমার
১৭ মাস পর ব্রাজিল দলে নেইমার
সর্বশেষ খবর
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
এবার আড়াই হাজার ভোট পাওয়া আরিফুরকে মেয়র ঘোষণা করলেন আদালত
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘নাট্য উৎসব ২০২৫’
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
সর্বাধিক পঠিত
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
এনায়েত উল্লাহর ১৯০টি যানবাহন জব্দ
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
বিমানবাহিনীর সদস‍্যকে হাতকড়া পরিয়ে মারধর, ২ এএসআই প্রত‍্যাহার
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
সাগর-রুনি হত্যাকাণ্ডে অংশ নেয় ২ জন: প্রতিবেদন
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
‘পরিকল্পিত ষড়যন্ত্রের’ শিকার এশিয়াটিক?
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন