এক বছরের চুক্তিতে মেক্সিকান ক্লাব মন্টেরিতে যোগ দিলেন স্পেনের বিশ্বকাপ জয়ী সার্জিও রামোস। বৃহস্পতিবার ক্লাবটি এই খবর জানিয়েছে।
বাল্যকালের ক্লাব সেভিয়া ছাড়ার সাত মাস পর মন্টেরিতে যোগ দিলেন ৩৮ বছর বয়সী রামোস।
একটি ভিডিও দিয়ে মন্টেরি তাদের সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টে লিখেছে, ‘নীল ও সাদা জার্সি রক্ষা করতে প্রস্তুত ৯৩ নম্বর।’
২০০৩-০৪ মৌসুমে সেভিয়াতে লা লিগা অভিষেক হয়েছিল রামোসের। দুই বছর পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে ২২ শিরোপা জেতেন। পাঁচটি লা লিগা, চারটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও চার ক্লাব বিশ্বকাপ ট্রফি জেতেন তিনি।
প্যারিস সেন্ট জার্মেইতে দুই মৌসুম কাটিয়ে একটি লিগ ওয়ান জেতেন রামোস। তারপর ফেরেন সেভিয়াতে।
স্পেনের হয়ে রেকর্ড ম্যাচ খেলা রামোস ২০২০ সালে বিশ্বকাপ জেতেন, এর আগে পরে জেতেন ইউরো। ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে ইতি টানেন তিনি।