গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে লিলের সঙ্গে ড্র করেছিল বরুসিয়া ডর্টমুন্ড। বুধবারও পাঁচ মিনিটের মধ্যে গোল হজম করে গতবারের রানার্সআপরা। তারপরও ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জিতেছে জার্মানরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। এই ম্যাচে আরও উন্নত পারফরম্যান্স করতে হবে বললেন ডর্টমুন্ড কোচ নিকো কোভাক।
দ্বিতীয় লেগের দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড দুই গোল করে জয় ছিনিয়ে আনে। ৩-২ গোলের অগ্রগামিতায় নিশ্চিত করে পরের পর্ব। এই জয়ে আনন্দে ভাসছেন কোভাক, ‘দারুণ দলীয় প্রচেষ্টা। দুর্ভাগ্যজনকভাবে আমরা এক গোলে পিছিয়ে পড়েছিলাম। কিন্তু তারপর দল আধিপত্য বিস্তার করে খেলেছে।’
তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে অ্যাওয়ে ম্যাচে অনেক সুযোগ তৈরি হয়েছিল। এই দলের যে ভালো করার সামর্থ্য আছে, সেটা প্রমাণিত হয়েছিল এবং এই ধরনের খেলার জন্যই তারা তৈরি হয়েছে।’
কোভাক বললেন, বার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে তাদেরকে। তবে স্প্যানিশদেরকে হারানোর সুযোগ আছে মনে করেন তিনি, ‘লিল বল পায়ে শক্তিশালী দল। কিন্তু বার্সেলোনা এই ক্ষেত্রে শীর্ষে। এজন্য আমাদেরকে যতটুকু পারা যায় বল দখলে রাখতে হবে। যখন পায়ে বল থাকবে না, রক্ষণে জোর দিতে হবে। আমাদেরও ভালো খেলোয়াড় আছে, যাদের অনেক গতি। সেটা দিয়েই আমাদের প্রতিপক্ষকে আঘাত করতে পারি।’