ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে বাংলাদেশের নিবিড় অনুশীলন চলছে। সপ্তাহখানেক ধরে নেওয়া অনুশীলন কেমন হলো, সেটা যাচাই করতে বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেললো জামাল ভূঁইয়ারা। এই ম্যাচে এক ডজনেরও বেশি গোল করেছে তারা। সাদামাটা চোখে এটা অবিশ্বাস্য কীর্তি, উদযাপন করার মতো ব্যাপার। কিন্তু আদর্শ প্রস্তুতি কি হলো? এই প্রশ্ন থেকেই যাচ্ছে।
আগামী ২৫ মার্চ শিলংয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সৌদি আরবের তায়েফে সেজন্য ঘাম ঝরাচ্ছে তারা। ট্রেনিং ক্যাম্পে চলছে প্রস্তুতি। এরই অংশ হিসেবে মক্কার একটি অ্যাকাডেমি দল আল ওয়েহদা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেছে লাল সবুজ দল। সেখানে তারা দেখিয়েছে একচ্ছত্র আধিপত্য। যদিও টিম ম্যানেজমেন্ট সঠিক স্কোরলাইন প্রকাশ করেনি, কিন্তু সূত্রমতে জানা গেছে, ডজনেরও বেশি গোল করেছে বাংলাদেশ।
বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘খেলোয়াড়দের জন্য ভালো অনুশীলন হলো। ওদের বেশিরভাগই অন্তত ৪৫ মিনিট মাঠে ছিল। সৌদি আরবে গত আটদিন ধরে আমরা যে কাজ করছি সেটা প্রয়োগ করার সুযোগ ছিল এটি।’
দেশে ফেরার আগে তায়েফের আরও একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। তবে প্রশ্ন উঠেছে ভারত যেখানে ১৯ মার্চ ম্যাচ ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ খেলবে, বাংলাদেশ তায়েফের যে পর্যায়ের দলের বিপক্ষে খেলছে তা জামাল-তপুদের জন্য কতটা ইতিবাচক হলো তা সময় হলেই পরিষ্কার হবে।
কেননা শক্তিশালী দলের বিপক্ষে খেলতে পারলে নিজেদের অবস্থানটা পরিষ্কার হতে পারতো।