স্পেনে রিয়াল সোসিয়াদের সঙ্গে শেষ ষোলোর প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ব্রুনো ফের্নান্দেসের হ্যাটট্রিকে ৪-১ গোলে দ্বিতীয় লেগে জিতলো তারা। দারুণ এই জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব।
ম্যানইউ শেষ আটে লড়বে ফ্রেঞ্চ ক্লাব লিওঁকে, যারা ৪-০ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে।
১০ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল ম্যানইউ। মাথিয়াস ডি লিটের ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ছয় মিনিট পর পেনাল্টি গোলস সমতা ফেরান ফের্নান্দেস। রাসমুস হয়লুন্দকে বক্সের ভেতরে ফাউল করেন ইগোর জুবেলদিয়া।
আরেকটি স্পট কিক থেকে বিরতির পাঁচ মিনিট পর লিড নেয় ম্যানইউ। আরিজ এস্তুলন্দ ফাউল করেন প্যাটট্রিক ডর্গুকে। এবারও ভুল করেননি ফের্নান্দেস।
জশুয়া জার্কজিকে জন আরাম্বুরু ফাউল করে লাল কার্ড দেখলে ৬৩ মিনিটে ১০ জনের দল হয় সোসিয়েদাদ। ৮৭তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফের্নান্দেস। যোগ করা সময়ে গোল করে দুই লেগের অগ্রগামিতায় স্কোর ৫-২ করেন ডিওগো ডালোট।
এদিকে আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব টটেনহাম চমক দেখিয়েছে। প্রথম লেগে এজেড আলকামারের কাছে ১-০ গোলে হেরেও বৃহস্পতিবার ঘুরে দাঁড়ানো জয়ে কোয়ার্টার ফাইনালে তারা। উইলসন ওডোবার্টের জোড়া গোলে ৩-১ গোলে জিতেছে স্পাররা। ৩-২ গোলের অগ্রগামিতায় তারা শেষ আটে। পরের পর্বে তাদের প্রতিপক্ষ আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্ট।
এইদিনে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে অ্যাথলেটিক ক্লাব, লাজিও, বোদো/গ্লিমট ও রেঞ্জার্স।