ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল। রবিবার এমিরেটস স্টেডিয়ামে লন্ডন প্রতিদ্বন্দ্বী চেলসিকে ১-০ গোলে হারালো তারা। লিগে চারে ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে গানাররা।
ওয়েস্ট হ্যামের কাছে হারের পর নটিংহাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে আর্সেনাল। অন্যদিকে লিভারপুল সাফল্য পেয়ে তাদের সঙ্গে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থানে শক্ত অবস্থান নেয়। ২৯তম ম্যাচে ১৬তম জয়ে সেই ব্যবধান ১২ পয়েন্টে কমালো আর্সেনাল। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। সমান খেলে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। চেলসি ৪৯ পয়েন্ট নিয়ে চারেই আছে, পাঁচে থাকা ম্যানসিটি তাদের চেয়ে এক পয়েন্ট পেছনে।
চেলসির ওপর শুরু থেকে ছড়ি ঘুরাতে থাকে আর্সেনাল। ২০তম মিনিটে তারা পেয়ে যায় একমাত্র গোলের দেখা। মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে হেড করে রবার্ট সানচেজের মাথার ওপর দিয়ে জাল কাঁপান মিকেল মেরিনো।
এক ঘণ্টারও বেশি সময় পেয়েও চেলসি ব্যবধান কমাতে পারেনি। বরং ৬০তম মিনিটে স্কোর ২-০ করার সুযোগ পান মেরিনো। তার ভলি ঠিক গোললাইন থেকে কোনোমতে আটকে দেন কিপার সানচেজ।
এদিকে ফুলহামের মাঠে ২-০ গোলে হেরেছে টটেনহ্যাম হটস্পার। লিগ মৌসুমের ১৫তম হারে ১৩তম স্থানে তারা।