সৌদি আরব থেকে ইতালি ফিরে গেছেন ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম। অনভিজ্ঞতা অন্যতম কারণ দেখিয়ে তাকে বাদ দেওয়ায় সমালোচনা চলছে।
জাতীয় দলের সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য এভাবে ক্যাম্প থেকে বাদ দেওয়াটা ভালোভাবে নিতে পারেননি। আজ নিজের ফেসবুক হ্যান্ডলে লেখেন, ‘আমি হতাশ হয়েছি ফাহামিদুল বাদ পড়াতে। ইতালিয়ান ফুটবলে চতুর্থ ডিভিশনে খেলা একজন খেলোয়াড় এবং ট্রেনিং ম্যাচে হ্যাটট্রিক করা খেলোয়াড়... যার মাঝে অনেক সম্ভাবনা আছে, তাকে ফাইনাল স্কোয়াডে রাখলে ভালো করতো আমার বিশ্বাস।’
বর্তমানে ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলছেন ফাহমিদুল। গত ১০ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি। সেখানে প্রস্তুতি ম্যাচের একাদশেও ছিলেন।
বাদ পড়ায় ভবিষ্যতে বাংলাদেশের হয়ে ফাহমিদুলের খেলার আগ্রহ থাকবে কি না এ নিয়ে সংশয় বিপ্লবের, ‘এই মুহূর্তে ফাহমিদুলকে বাদ দেওয়ায় ভবিষ্যতে তার লাল-সবুজের জার্সির প্রতি এমন আগ্রহ থাকবে কি না সেটা দেখার বিষয়।’
ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে খেলা ফাহমিদুলের বাদ পড়া নিয়ে কোচ কাবরেরা সকালে বলেছিলেন , ‘সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালোই হলো। আসলে সে এখনও তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে।’