২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক সৌদি আরব। ফিফার কাছ থেকে ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টের আয়োজনের মর্যাদা পাওয়ার পর ইতোমধ্যে ১১টি ভেন্যু নির্মাণের কাজ শুরু করে দিয়েছে তারা। এরই মাঝে এলো একটি হৃদয়বিদারক খবর। গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবে একটি স্টেডিয়াম নির্মাণের কাজ করার সময় মারা গেছেন এক অভিবাসী শ্রমিক।
শীর্ষস্থানীয় ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ মার্চ আরামকো স্টেডিয়ামের নির্মাণাধীন উঁচু ভবন থেকে পড়ে মারা যান পাকিস্তানের মোহাম্মদ আরশাদ। সৌদি আরবে বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণের সময় মৃত্যুবরণ করা প্রথম অভিবাসী শ্রমিক তিনি।
স্টেডিয়ামের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান বেসিক্স গ্রুপ এক বিবৃতি দিয়ে আরশাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বেসিক্স আরও বলেছে, এই মর্মান্তিক ঘটনার কোনও ছবি বা ভিডিও শেয়ার না করতে বলা হয়েছে তার সহকর্মী শ্রমিকদের।
গত সেপ্টেম্বরে স্টেডিয়ামে ছবি তোলেন আরশাদ। মৃত্যুর ছয় মাস পূর্বে স্টেডিয়াম নির্মাণে তার সংশ্লিষ্টতার কথা জানিয়ে দেন।
মৃত্যুকালে আরশাদ দুই থেকে সাত বছর বয়সী তিন সন্তান রেখে গেছেন। তার মরদেহ এই সপ্তাহের শুরুতে পাকিস্তানে নেওয়া হয়েছে। তার বাবা মোহাম্মদ বশির পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ, ‘আমাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। পুরো পরিবার শোকে মুহ্যমান।’
আরশাদের মৃত্যু এমন সময় হলো, যখন বিশ্বকাপ আয়োজনের মর্যাদা সৌদি আরবকে দেওয়ায় ফিফার কড়া সমালোচনা করেছিল মানবাধিকার সংগঠনগুলো। ডিসেম্বরের ভোটের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিক্রিয়ায় জানায়, ‘অভিবাসী শ্রমিকরা বিপাকে পড়বে এবং অনেকেই মারা পড়বে।’
ফিফা অবশ্য এনিয়ে কোনও মন্তব্য করেনি।