X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রিয়ালের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ০৫:২২আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৫:৩৫

রিয়াল মাদ্রিদ সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নিশ্বাস ফেলছিল। বৃহস্পতিবার ওসাসুনার সঙ্গে ম্যাচ শেষে তাদের সঙ্গে দূরত্ব বাড়ালো বার্সেলোনা। অতিথি দলকে ৩-০ গোলে হারিয়ে লা লিগায় তিন পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান নিলো হ্যান্সি ফ্লিকের দল। সব ধরনের প্রতিযোগিতায় অপারেজয় থাকার মর্যাদা তারা বাড়ালো ১৯ ম্যাচে।

ফরোয়ার্ড ফেরান তোরেস ১১তম মিনিটে গোলমুখ খোলেন। আলেহান্দ্রো বালদের ক্রসে ছয় গজ বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই জালে বল ঠেলে দেন তিনি।

ফাউলের শিকার হয়ে ১০ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধাান দ্বিগুণ করেন দানি ওলমো। রবার্ট লেভানডোভস্কি বেশ কাছ থেকে নেওয়া হেডে জাল কাঁপান ৭৭তম মিনিটে।

গত ডিসেম্বরের শেষ দিক থেকে অপরাজিত বার্সা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা একমাত্র দল হিসেবে ২০২৫ সালে কোনও ম্যাচ হারেনি কাতালানরা। 

২৮ ম্যাচে ৬০ পয়েন্ট বার্সার। চ্যাম্পিয়ন রিয়াল ৬০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে। অ্যাটলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে তিনে। লিগে এখনও ১০ ম্যাচ বাকি।

ম্যাচ শেষে তোরেস বলেছেন, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুত এর সমাধান করলাম এবং ভালোভাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’

গত ৮ মার্চ কাতালান ক্লাবের ডাক্তার কার্লেস মিনারো গার্সিয়ার আকস্মিক মৃত্যুতে স্থগিত হওয়া ম্যাচের দলে বড়সড় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরা খেলোয়াড়দের ফিটনেস এবং ইনজুরির কারণে বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়রা অনুপস্থিত ছিলেন।

শুরুতে লেভানডোভস্কি ও রাফিনহার জায়গা হয়েছিল বেঞ্চে। তবুও বার্সা ছন্দ হারায়নি। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। ওসাসুনা তো লক্ষ্যে একটিও শট রাখতে পারেনি।

তোরেস গোলমুখ খোলার ১০ মিনিট পর পেদ্রি মাঝ দিক দিয়ে লম্বা বল বাড়ান। ওলমো অফসাইডের ফাঁদ এড়িয়ে বল নিয়ন্ত্রণে নেন। তারপর গোলকিপার সার্জিও হেরেরাকে ফাঁকি দিতে গিয়ে তার ফাউলের শিকার হন। স্পট থেকে ওলমোর প্রথম প্রচেষ্টা চমৎকারভাবে রুখে দেন হেরেরা। কিন্তু কিক নেওয়ার আগেই ওসাসুনার এক খেলোয়াড় বক্সে ঢুকে পড়ায় রেফারি পেনাল্টি শট আবার নিতে বলেন। স্প্যানিশ ফরোয়ার্ড দ্বিতীয়বার সুযোগ পেয়ে আর ভুল করেননি। গোলকিপারের ডান পাশ দিয়ে নিচু শটে জালে বল জড়ান।

সম্ভাব্য পেশির ইনজুরি নিয়ে আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছে ওলমোকে। তার বদলি হন অ্যাকাডেমি মিডফিল্ডার ফারমিন লোপেজ। ফ্লিকের দল বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং উইঙ্গার লামিনে ইয়ামালের সৌজন্যে একাধিক সুযোগ তৈরি করেছিল।

৩৮তম মিনিটে তোরেস তো ব্যবধান আরও বাড়াতে পারতেন। কিন্তু তার ফ্রি কিক ক্রসবারে আঘাত করে। লোপেজের ক্রসে লেভানডোভস্কি দলের তৃতীয় গোল করার আগে বার্সা বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করে।

পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে আছে ওসাসুনা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
দক্ষিণ সুদানে অপুষ্টির ঝুঁকিতে ৬০ হাজার শিশু: জাতিসংঘ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
কর্ণফুলী নদীতে ৫ দিন বন্ধ থাকবে ফেরি চলাচল, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
জুমার পর বড় জমায়েতের পরিকল্পনা আন্দোলনকারীদের, চলছে মঞ্চ নির্মাণ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ