X
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে নামছে ইন্টার-বার্সা

  স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৫, ১২:৫৬আপডেট : ০৬ মে ২০২৫, ১২:৫৬

সেমিফাইনালের প্রথম লেগেই ইন্টার মিলান দেখিয়েছে কতটা ত্রাস ছড়াতে পারে তারা। বার্সেলোনার ঘরের মাঠে শুরুতে দুই গোল করে তাদের চাপে ফেলেছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের জমজমাট ম্যাচটা শেষ হয়েছে ৩-৩ সমতায়। মঙ্গলবার রাত ১টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে আবার নামছে দুই দল। ইন্টার মিলান কোচ সিমোন ইনজাগি আত্মবিশ্বাসী এই ম্যাচে বার্সাকে তারা হারাতে পারবে। তবে বার্সার প্রাণভোমরা লামিনে ইয়ামাল খুব বেশি ভাবাচ্ছে ইতালিয়ান ক্লাবটিকে। ইন্টার কোচের মতে, এই ম্যাচ জিততে বুদ্ধিদীপ্ত ইয়ামালকে থামানোর বিকল্প নেই। 

এমন ভাবনার কারণ সেমির প্রথম লেগ। শুরুতে পিছিয়ে পড়া দলটির ড্র নিয়ে মাঠ ছাড়ার পেছনে অন্যতম অবদান ইয়ামালের। তাই ইন্টার কোচ নিজেদের পরিকল্পনা নিয়ে বলেছেন, ‘বল থেকে ইয়ামালকে দূরে রাখতে হবে। যদিও সেটা অসম্ভব। তবে আমরা সব সময় তাকে নজরে রাখবো। ১৭ বছরে সে অসাধারণ এক প্রতিভা।’

ইয়ামালকে থামানোর দায়িত্বটা পেতে পারেন ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ইতালির হয়ে ইয়ামালের মুখোমুখি হয়েছিলেন। ওই লড়াইয়ে জিতেছিল স্পেন। তবে ওই ম্যাচের পর ইয়ামালের উন্নতিতে ভীষণ মুগ্ধ বাস্তোনি। স্কাই স্পোর্টস তাকে প্রশ্ন করেছিল মুখোমুখি হওয়া খেলোয়াড়দের মধ্যে ইয়ামাল সেরা কিনা। জবাবে বাস্তোনি বলেছেন, ‘আমার মনে হয়...তাকে ইউরোতে দেখেছিলাম। কিন্তু তখন এই মানের ছিল না। তার উন্নতিতে আমি মুগ্ধ।’

ইয়ামাল, রাফিনহার পাশাপাশি রবের্ত লেভানডোভস্কি চোট থেকে ফিরলেও ইন্টার ভীষণ আশাবাদী যে ফাইনাল পৌঁছাতে পারবে তারা। কারণ হোম অ্যাডভানটেজ। তাছাড়া অতীত ইতিহাসও তাদের পক্ষে। ২০১০ সালের সেমিফাইনালে বার্সাকে বিদায় করে ফাইনালে নাম লিখিয়েছিল ইন্টার। শিরোপাও জেতে ওই আসরে। সেবার ঘরের মাঠেই কাতালানদের হারিয়েছিল ৩-১ গোলে। ইনজাগি তাই বলেছেন, ‘আমরা শক্তিশালী একটি দলের মুখোমুখি। ম্যাচ ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে। বলা যায় এটা প্রায় ফাইনাল। আর সেটা খেলতে হবে নিজেদের সমর্থকদের সামনে। আশা করবো বার্সেলোনার বিপক্ষে গ্রেট ইন্টারের দেখা মিলবে।’

/এফআইআর/    
সম্পর্কিত
ফিট হয়ে ফিরছেন লেভানডোভস্কি, তবে...
হারের শঙ্কা উড়িয়ে রিয়ালকে সাত পয়েন্ট পেছনে ফেললো বার্সা
বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
নারী ইমার্জিং ওয়ানডে সিরিজদক্ষিণ আফ্রিকার কাছে হেরে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
সংসদের সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
সংসদের সীমানা নির্ধারণী আইন সংশোধনের খসড়া চূড়ান্ত অনুমোদন
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনারোধে আহছানিয়া মিশনের ৯ সুপারিশ
ঈদুল আজহায় সড়ক দুর্ঘটনারোধে আহছানিয়া মিশনের ৯ সুপারিশ
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন
আলোচনা চাইলে যুক্তরাষ্ট্রের উচিত হুমকি বন্ধ করা: চীন
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
এনসিপি ও গণঅধিকার পরিষদের চাপে আওয়ামীপন্থি ৬ প্রার্থীর প্রার্থিতা বাতিল
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?