X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউরোপা লিগের ফাইনালে ম্যানইউ-টটেনহাম

স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ০৫:৩২আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:৪৪

অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠেই দাপট দেখানো ৩-০ গোলের জয়ে ইউরোপা লিগ ফাইনালের টিকিট হাতের নাগালে রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার সেটা তারা নিশ্চিত করলো ৪-১ গোলের দ্বিতীয় লেগ জিতে। দুই লেগে ৭-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ক্লাব। আরেক সেমিফাইনালের ফিরতি লেগে টটেনহাম হটস্পার বোদো/গ্লিমটের মাঠে ২-০ গোলে জিতেছে টটেনহাম হটস্পার। ৫-১ গোলের অগ্রগামিতায় তারা অল প্রিমিয়ার লিগ ফাইনাল নিশ্চিত করেছে। শিরোপার জন্য তো বটেই, পরের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লক্ষ্য নিয়েও দুই দল মুখোমুখি হবে।

প্রিমিয়ার লিগে ১৫তম স্থানে ম্যানইউ ও ১৬ নম্বর দল টটেনহাম। শীর্ষ ঘরোয়া ফুটবলে বাজে সময় কাটানো দুটি দলই অন্তত একটি শিরোপা জিতে মৌসুম শেষ করার সুযোগ পাচ্ছে।

তিন গোল হজম করা বিলবাও ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। ৩১তম মিনিটে হ্যারি মাগুইরের বিভ্রান্তিকর ক্লিয়ারেন্সে বল পায়ে পান মিকেল জাউরেগিজার। এই স্প্যানিয়ার্ড বক্সের বাইরে থেকে উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান।

বিলবাও লিড ধর রেখেছিল এক ঘণ্টারও বেশি সময়। অস্বস্তিতে থাকা ম্যানইউ সমতায় ফেরে ৭২তম মিনিটে। লেনি ইয়োরোর পাস থেকে মাউন্ট ম্যাসন গোলকিপার জুলেন আগিরেজাবালাকে ঘুরিয়ে জালে বল জড়িয়ে দেন। সাত মিনিট পর কাসেমিরো ফ্রি কিক থেকে গোল করেন। ৮৫তম মিনিটে রাসমুস হয়লুন্দ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ম্যানইউর হাতে এনে দেন। ছয় গজ বক্সের মধ্যে বাইলাইন থেকে বল কাট ব্যাক করে খালি জালে পাঠিয়ে স্কোর ৩-১ করেন আমাদ দিয়ালো। 

টটেনহামের জয় উদযাপন

স্টপেজ টাইমে মাউন্ট নিজের দ্বিতীয় গোল করেন। আগিরজেবালাকে গোলপোস্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখে সফরকারীদের অর্ধ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

২০১৭ সালের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ম্যানইউ আগামী ২১ মে বিলবাওর সান মামেস স্টেডিয়ামে অল প্রিমিয়ার লিগ ফাইনালে টটেনহামের মুখোমুখি হবে। কোচ রুবেন আমোরিম বললেন, ইউনাইটেড ফাইনাল না জেতা পর্যন্ত কোনও উদযাপন করবেন না তিনি। পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে চান এই কোচ, ‘এই মুহূর্তে আমি কেবল পরের ম্যাচ নিয়ে ভাবছি। ফাইনালের আগে যেন কেউ ইনজুরিতে না পড়ে, সেটা নিয়ে চিন্তিত আছি। আমাদের এটা জিততে হবে। না জিতলে এটা হবে অর্থহীন।’

ঘরের মাঠে ৩-১ গোলে জিতে আসা টটেনহাম বোদোর মাঠে কোনও অঘটনের শিকার হয়নি। নরওয়ের ক্লাবকে ২-০ গোলে হারিয়ে ৫-১ গোলের অগ্রগামিতায় ফাইনালে উঠেছে। ডোমিনিক সোলাঙ্কে ও পেদ্রো পোরো করেন গোল।

৬৩তম মিনিটে সোলাঙ্কে গোলমুখ খোলেন। স্বাগতিক কিপার নিকিতা হাইকিনকে বোকা বানিয়ে ছয় মিনিট পর ক্রসে জাল কাঁপান পোরো।

ভুলে যাওয়ার মতো প্রিমিয়ার লিগ মৌসুম ছাপিয়ে এবার টটেনহামের সামনে ২০০৮ সালের পর প্রথম ট্রফি জয়ের সুযোগ। ১৯৮৪ সালে উয়েফা কাপ জেতার পর প্রথম ইউরোপিয়ান ট্রফি জেতার দোরগোড়ায় তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
কালীগঞ্জে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
রাতে সমাধান হয়নি, যমুনার সামনে বিক্ষোভ অব্যাহত
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম