X
শনিবার, ১৭ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২

চট্টগ্রাম আবাহনীকে চার গোল দিয়ে শিরোপার আরও কাছে মোহামেডান

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ১৯:১৪আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলের সঙ্গে তলানিতে থাকা দল মুখোমুখি। ফল হয়েছে প্রত্যাশিত। এক নম্বর দল মোহামেডান উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শুক্রবার চট্টগ্রামের দলকে ৪-১ গোলে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেলো সাদাকালো জার্সিধারীরা।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট মোহামেডানের। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। লিগে তাদের হাতে আছে আরও তিনটি ম্যাচ। এক ম্যাচ কম খেলে আপাতত ১০ পয়েন্ট পেছনে থেকে টেবিলে দ্বিতীয় স্থানে আবাহনী।

সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির ঠিক আগে এমানুয়েল সানডের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। মোজাফ্ফর মোজাফ্ফরভ ব্যবধান আরও বাড়ানোর পর সানডে নিজের দ্বিতীয় গোল করেন। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোল সুমন হোসেনের।

চট্টগ্রামের দলটি গোলমুখ অক্ষত রাখতে পেরেছে ২৯তম মিনিট পর্যন্ত। বাঁদিক থেকে এদুয়ার্দ মোরিওর ক্রসে মোহাম্মদ নাঈমকে নিখুঁত টোকায় পরাস্ত করেন দিয়াবাতে। চলতি লিগে মালির এই ফরোয়ার্ডের এটি দশম গোল।

বিরতির আগে বক্সের বেশ বাইরে থেকে সানডের জোরালো শট গোলরক্ষক নাঈম বুঝে ওঠার আগেই জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোজাফ্ফরভের গতিময় শট গোলকিপারের গ্লাভসে লেগে জাল কাঁপায়। ৪৬তম ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬০তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডের দ্বিতীয় গোলে বড় জয় সুনিশ্চিত করে শিরোপা প্রত্যাশী দল।

৭৪তম মিনিটে সুমন গোল করলেও অসহায় আত্মসমর্পণ করে চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচে ১৪ হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে অবনমনের শঙ্কায় তারা।

একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে। ১৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও গুনে গুনে চার গোল দিয়ে জয়ের দেখা পায় তারা। ৫৭তম মিনিটে ১০ জনের দল হয়ে গেলেও তিন পয়েন্ট পেয়েছে ব্রাদার্স। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে তারা। আর ১৬ পয়েন্টে আগের মতো আট নম্বরে ফকিরেরপুল।

/এফএইচএম/
সম্পর্কিত
দুঃসময় কাটিয়ে চার বছর পর প্রিমিয়ার লিগে আরামবাগ
‘আমরা পাতানো ম্যাচ না খেলেই প্রিমিয়ার লিগে উঠেছি’
আবাহনীকে আটকে দিলো পুলিশ, পাপনকে লাল কার্ড
সর্বশেষ খবর
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
বাড্ডায় গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রাজধানীর পল্লবীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
কৃষককে পিটিয়ে হত্যা, অভিযুক্তের বাড়ি পুড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীর হাজারীবাগে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
রাজশাহীতে চাহিদার চেয়ে কোরবানির পশু বেশি, বিক্রি হবে ৩০২ হাটে
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
বেবিচকের মেম্বার সিকিউরিটিকে বাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ উদ্বেগজনক: দ্য ডন
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ