X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চট্টগ্রাম আবাহনীকে চার গোল দিয়ে শিরোপার আরও কাছে মোহামেডান

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০২৫, ১৯:১৪আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলের সঙ্গে তলানিতে থাকা দল মুখোমুখি। ফল হয়েছে প্রত্যাশিত। এক নম্বর দল মোহামেডান উড়িয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে শুক্রবার চট্টগ্রামের দলকে ৪-১ গোলে হারিয়ে লিগ শিরোপার আরও কাছে পৌঁছে গেলো সাদাকালো জার্সিধারীরা।

১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট মোহামেডানের। ২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর প্রথমবারের মতো শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। লিগে তাদের হাতে আছে আরও তিনটি ম্যাচ। এক ম্যাচ কম খেলে আপাতত ১০ পয়েন্ট পেছনে থেকে টেবিলে দ্বিতীয় স্থানে আবাহনী।

সুলেমানে দিয়াবাতের গোলে এগিয়ে যায় মোহামেডান। বিরতির ঠিক আগে এমানুয়েল সানডের গোলে ব্যবধান হয় দ্বিগুণ। মোজাফ্ফর মোজাফ্ফরভ ব্যবধান আরও বাড়ানোর পর সানডে নিজের দ্বিতীয় গোল করেন। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোল সুমন হোসেনের।

চট্টগ্রামের দলটি গোলমুখ অক্ষত রাখতে পেরেছে ২৯তম মিনিট পর্যন্ত। বাঁদিক থেকে এদুয়ার্দ মোরিওর ক্রসে মোহাম্মদ নাঈমকে নিখুঁত টোকায় পরাস্ত করেন দিয়াবাতে। চলতি লিগে মালির এই ফরোয়ার্ডের এটি দশম গোল।

বিরতির আগে বক্সের বেশ বাইরে থেকে সানডের জোরালো শট গোলরক্ষক নাঈম বুঝে ওঠার আগেই জড়িয়ে যায় জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মোজাফ্ফরভের গতিময় শট গোলকিপারের গ্লাভসে লেগে জাল কাঁপায়। ৪৬তম ৩-০ গোলে এগিয়ে যায় মোহামেডান। ৬০তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডের দ্বিতীয় গোলে বড় জয় সুনিশ্চিত করে শিরোপা প্রত্যাশী দল।

৭৪তম মিনিটে সুমন গোল করলেও অসহায় আত্মসমর্পণ করে চট্টগ্রাম আবাহনী। ১৫ ম্যাচে ১৪ হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে অবনমনের শঙ্কায় তারা।

একই দিনে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ৪-১ গোলে হারিয়েছে ফকিরেরপুলকে। ১৫ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়লেও গুনে গুনে চার গোল দিয়ে জয়ের দেখা পায় তারা। ৫৭তম মিনিটে ১০ জনের দল হয়ে গেলেও তিন পয়েন্ট পেয়েছে ব্রাদার্স। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চারে উঠেছে তারা। আর ১৬ পয়েন্টে আগের মতো আট নম্বরে ফকিরেরপুল।

/এফএইচএম/
সম্পর্কিত
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
ড্রয়ে ঝুলে থাকলো আবাহনী ও কিংসের চ্যালেঞ্জ লিগের সম্ভাবনা
সর্বশেষ খবর
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
ছেলের হাতুড়ির আঘাতে বাবার মৃত্যু
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
এশিয়ান কাপে ওঠার অনুভূতি বলে প্রকাশ করতে পারছেন না ঋতুপর্ণা
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা