X
সোমবার, ১৯ মে ২০২৫
৪ জ্যৈষ্ঠ ১৪৩২

টাইব্রেকারে বাংলাদেশের হৃদয় ভেঙে চ্যাম্পিয়ন ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ২১:৫৯আপডেট : ১৮ মে ২০২৫, ২২:৫১

সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব হারালো বাংলাদেশ। ঘরের মাঠে ভারত তাদের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়লেও টাইব্রেকারে সফল। রবিবার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের খেলা ১-১ এ শেষ হলে পেনাল্টি শুটআউটে ফল নির্ধারণ হয়। তাতে বাংলাদেশ পাঁচ শটের শেষ দুটিতে ব্যর্থ হয়ে পরাজয়ে গ্লানিতে ভেসেছে। অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে তাদের হৃদয় ভেঙে টাইব্রেকারে ৪-৩ গোলে জিতে চ্যাম্পিয়ন ভারত।

পেনাল্টি শুটআউটে প্রথম শটে গোল পায় বাংলাদেশ ও ভারত। দ্বিতীয় শট মাহিন রুখে দিয়ে বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসান। প্রথম তিনটি শটই বাংলাদেশ লক্ষ্যভেদ করে। স্কোর তখন ৩-২। চতুর্থ শটে ফয়সাল ক্রসবারের ওপর দিয়ে বল মারলে ফের ভারত জয়ের স্বপ্ন দেখে। বাংলাদেশের সালাউদ্দিন শাহেদের পাঁচ নম্বর শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন ভারতীয় কিপার। চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আর নষ্ট করেনি স্বাগতিকরা। পঞ্চম শট জালে জড়িয়ে উল্রাসে মাতে তারা। 

ম্যাচের শুরুতে ভারত এগিয়ে যায়, তখনও ঘড়ির কাঁটা দুই মিনিট ছোঁয়নি। ৩০ গজ দূর থেকে শামি সিঙ্গামায়ুম দারুণ এক ফ্রি কিকে অবিশ্বাস্য গোল করেন। বাংলাদেশি কিপার মাহিন অপ্রস্তুত অবস্থায় পিছিয়ে এসে বলে হাত ছোঁয়ালেও জালে জড়ানো আটকাতে পারেননি। প্রথমার্ধে দুইবার বল পোস্টে লেগে বাংলাদেশকে হতাশ করে।

তবে ৬০ মিনিটে বাংলাদেশ কর্নার থেকে উড়ে আসা বল ভারতের জমাট রক্ষণের মাঝে বাধাপ্রাপ্ত হলেও জয় জাল কাঁপান। তাতে সমতায় ফেরে তারা। যোগ করা সময়ে গোললাইন থেকে ভারতের একটি প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশি এক ডিফেন্ডার। তাতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু শিরোপার স্বাদ পাওয়া হলো না লাল সবুজ জার্সিধারীদের।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবি আদায়ে রাতেও শ্রম ভবনের সামনে টিএনজে গ্রুপের শ্রমিকরা, নতুন কর্মসূচি ঘোষণা
দাবি আদায়ে রাতেও শ্রম ভবনের সামনে টিএনজে গ্রুপের শ্রমিকরা, নতুন কর্মসূচি ঘোষণা
কারাগারে বম যুবকের মৃত্যু: প্রতিবাদে ঢাবিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ
কারাগারে বম যুবকের মৃত্যু: প্রতিবাদে ঢাবিতে পাহাড়ি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিউক্যাসেলের বিপক্ষে ৫২ শটে প্রথম গোলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে
নিউক্যাসেলের বিপক্ষে ৫২ শটে প্রথম গোলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে
মাঠে ফেরার দিনে সাকিবের ‘গোল্ডেন ডাক’
মাঠে ফেরার দিনে সাকিবের ‘গোল্ডেন ডাক’
সর্বাধিক পঠিত
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
বিমানের চাকা খুলে পড়ার কারণ সম্পর্কে যা জানা গেলো
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের আল্টিমেটাম, দাবি না মানলে লং মার্চ টু জাহাঙ্গীর গেট
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
পাঁচ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি শ্রমিকদের
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ
আরও দুর্বল হলো টাকা
আরও দুর্বল হলো টাকা