লিস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে গিয়েছিলেন হামজা চৌধুরী। বাংলাদেশের এই সুপারস্টারের ক্লাবটির সঙ্গে প্রথম মৌসুমের অভিজ্ঞতা স্মরণীয় রাখার মতো হয়নি। দুই দিন আগে চ্যাম্পিয়নশিপ প্লে অফ ফাইনালে তার দল ২-১ গোলে হেরে গেছে। ৭৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল খেয়েছে শেফিল্ড। শেষ গোলটি তো হয়েছে একেবারে অন্তিম মুহূর্তে। এভাবে হৃদয় ভাঙবে, কল্পনাও করেননি হামজা।
এভাবে স্বপ্ন ভেঙে যাওয়ার বেদনা প্রকাশের ভাষা কী, বুঝতে পারেননি হামজা। তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এভাবে মৌসুম শেষ করা খুবই বেদনাদায়ক। গত কয়েক দিনে নিজের অনুভূতিগুলো প্রকাশের জন্য সঠিক শব্দ খুঁজে পেতে কষ্ট হয়েছে। আমার মনে হয়, আরও বেশি কিছু আমাদের প্রাপ্য ছিল। কিন্তু ভাগ্যলিপিতে হয়তো তা লেখা ছিল না।’
হতাশা নিয়েও ক্লাবের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিয়েছেন তিনি, ‘আমার সময়টাকে এতটা স্মরণীয় করে তোলার জন্য আমি ধন্যবাদ জানাতে চাই শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে- প্রধান কোচ ও তার সহকারী কোচিং স্টাফ, আমার সব সতীর্থ এবং প্রতিটি ভক্তকে।’
হামজা শেষ করলেন এভাবে, ‘এই বিশেষ ক্লাবে খেলতে পারা এবং এর প্রতিনিধিত্ব করা আমার জন্য ছিল অনেক সুন্দর ব্যাপার।’