X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

‘ইনডোর হকিতে আরও ভালো করতে পারতাম’

তানজীম আহমেদ
২৩ জুলাই ২০১৯, ১৯:২২আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৯:৩৯

ইনডোর হকির দল প্রথমবার ইনডোর এশিয়া কাপ হকিতে অংশ নিয়ে ১০ দলের মধ্যে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। যেই প্রত্যাশা নিয়ে তারা থাইল্যান্ডে গিয়েছিল, সেটা পূরণ না হওয়ার আক্ষেপে পুড়ছেন অধিনায়ক ফরহাদ আহমেদ শিতুল। 

ইনডোর হকিতে গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ৭-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষে ৬-০ ও থাইল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে তারা। তবে দুটি ম্যাচ জিতেছে গোল উৎসব করে, ফিলিপাইন ও চাইনিজ তাইপেকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ দলে যারা খেলেছেন, তাদের সবারই ফিল্ড হকিতে খেলার অভিজ্ঞতা আছে। অল্প কয়েক দিনের প্রস্তুতি নিয়ে ইনডোর হকিতে খেলেছে তারা। নতুন অভিজ্ঞতাটা ভালোই লেগেছে খেলোয়াড়দের। থাইল্যান্ড থেকে ফিরে অধিনায়ক শিতুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। ইনডোর হকি সম্পর্কে আমাদের তেমন ধারণা ছিল না। সেখানে গিয়ে অনেক কিছু শিখতে হয়েছে। তবে আমরা যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম, সেটা পুরোপুরি পূরণ হয়নি। যদি আরও ভালো ফল করতে পারতাম, তাহলে নিজের কাছেই ভালো লাগতো।’

এর জন্য অবশ্য প্রস্তুতি ম্যাচের স্বল্পতার কথা বললেন এই খেলোয়াড়, ‘থাইল্যান্ডে যাওয়ার আগে আমাদের প্রস্তুতি ম্যাচ খেলা উচিত ছিল। প্রস্তুতি ম্যাচে নিজেদের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যেতো। একই সঙ্গে আমরা ইনডোর হকি সম্পর্কে আগাম ধারণাও নিতে পারতাম। কিন্তু যাই হোক, এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। ফেডারেশন প্রথমবার খেলার সুযোগ দিয়েছে। এতেই আমরা খুশি।’

তবে ইনডোর হকির প্রচলন দেশেও দেখতে চান শিতুল, ‘আমাদের এখানে ইনডোর হকির প্রচলন করতে হবে, যেন ভবিষ্যতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করা যায়। এর জন্য আমাদের ইনডোর স্টেডিয়াম তৈরি করতে হবে।’

জাতীয় দলের আরেক তারকা রাসেল মাহমুদ জিমি অবশ্য নিজেদের পারফরম্যান্স নিয়ে ইতিবাচক কথা শুনিয়েছেন, ‘ইনডোর হকিতে আমরা নতুন। সেখানে সবারই দৃষ্টি ছিল আমাদের পারফরম্যান্স কেমন হয় সেটার ওপর। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি। সতীর্থরা সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। আশা করছি সামনে আরও ভালো ফল হবে।’

জাতীয় দলের সহকারী কোচ জাহিদ হোসেন রাজু ইনডোর হকির অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘ছেলেরা নতুন হিসেবে অল্প দিনের অনুশীলনে ভালো খেলেছে। ফিল্ড হকি থেকে ইনডোরের অভিজ্ঞতা একদম ভিন্ন। সেই তুলনায় আমাদের ফল খারাপ হয়নি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা