X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হকির অধিনায়ক দুই, তবে লক্ষ্য এক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২২, ১৭:২৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৭:৩৪

আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। এরপর ২৩ মে থেকে ১ জুন ইন্দোনেশিয়ায় বসবে এশিয়া কাপ হকির ১১তম আসর। ব্যাংককের আসরে অধিনায়ক ডিফেন্ডার রেজাউল করিম। আর এশিয়া কাপে আরেক অভিজ্ঞ ডিফেন্ডার খোরশেদুর রহমানের কাছে আর্মব্যান্ড। দুজনেরই অভিন্ন লক্ষ্য- ব্যাংককে শিরোপা, আর জাকার্তায় চমক।

জাকার্তায় এএইচএফ কাপে ওমান, কাজাখস্তান, উজবেকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের মতো দলগুলো অংশ নিয়েছে। এশিয়াডের বাছাইয়েও থাকবে তারা। এই দলটির অধিনায়ক রেজাউল। প্রত্যাশার কথা শুনিয়ে রেজাউল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চাইবো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে। যেন দল সাফল্যের দেখা পায়। শিরোপা জিততে পারি। এজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।’

তবে সবশেষ গেমস বাছাইয়ে ওমানের কাছে হেরে বাংলাদেশ রানার্স-আপ হয়েছিল। যদিও জাকার্তায় কিছুদিন আগে সেই ওমানকেই হারিয়েছিল সারোয়ার-জিমিরা। রেজাউল চ্যালেঞ্জ নিচ্ছেন, ‘ওমানের কাছে সবশেষ বাছাইয়ে হেরেছি। তা আমাদের মনে আছে। সেটা মগজে রেখেই খেলবো আমরা। আমাদের প্রস্তুতি ভালো। আশা করছি, ওমান-শ্রীলঙ্কাসহ অন্যদের হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চীনের গেমসে জায়গা করে নিতে পারবো।’

খোরশেদও এশিয়ান গেমস বাছাইয়ে অপ্রতিদ্বন্দ্বী হয়ে চীনে যেতে চাইছেন। পাশাপাশি এশিয়া কাপে আরও ভালো খেলার প্রত্যয় তার কণ্ঠে। এবার ভারত, জাপান, মালয়েশিয়া, পাকিস্তান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশ, ওমান ও স্বাগতিক ইন্দোনেশিয়া খেলবে।

গতবার ঢাকায় হওয়া এশিয়া কাপে আট দলের মধ্যে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। এবারও ‘কিছু একটা’ করার লক্ষ্য খোরশেদের, ‘এএইচএফ কাপের মতো এশিয়ান গেমস বাছাইয়েও চ্যাম্পিয়ন হতে চাই। পাশাপাশি এই টুর্নামেন্টকে আমরা এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নিচ্ছি। এশিয়া কাপে ভালো করতে হলে বড় দলগুলোর যেকোনও একটিকে হারাতে হবে। আসলে আমরা সেই চমকই দেখাতে চাই। তাহলে আমরা ভালো অবস্থান পেতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী