এশিয়ান গেমস হকিকে সামনে রেখে জাতীয় দলের জন্য আনা হয়েছে দক্ষিণ কোরিয়ার কোচ। সেদেশের সাবেক হেড কোচ ইয়াং কু কিম গত রাতে ঢাকার মাটিতে পা রেখেছেন। কাল সোমবার থেকে জিমিদের দায়িত্ব নেবেন তিনি।
হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক এহসান রানা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কোরীয় কোচ কাল রাতে ঢাকা আসছেন। কোরিয়া পুরুষ ও নারী জাতীয় হকি দলের হয়েও কাজ করা কিম বেশ অভিজ্ঞ।’
আপাতত ক্যাম্পে ৩১ জন খেলোয়াড় রয়েছেন। শুরুতে ৪০জন ছিল। পারফরম্যান্স ও অন্যান্য কারণে দল ছোট হয়ে এসেছে। কোরীয় কোচের পেছনে মাসে ১৪ থেকে ১৫ হাজার ডলার ব্যয় হবে। অলিম্পিক ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে ব্যয়ের একটি অংশ পাওয়ার আশায় রয়েছে হকি ফেডারেশন।