X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

প্রথম বাংলাদেশি আম্পায়ার হয়ে এলিট প্যানেলে সেলিম লাকি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০২৩, ০১:২৯আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০১:২৯

২০০৭ সালে খেলোয়াড় থাকা অবস্থায় আম্পায়ারিং শুরু করেন সেলিম লাকি। তখন থেকেই আন্তর্জাতিক আম্পায়ার হয়ে শীর্ষে জায়গা করে নেওয়ার স্বপ্ন বুনেছিলেন। ২০১২ সালে আন্তর্জাতিক আম্পায়ার হয়ে বাঁশি বাজাতে শুরু করে এখন স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। পুরনো ঢাকা থেকে উঠে আসা সেলিম লাকি এখন আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) এলিট প্যানেলে ঢুকে গেছেন!

গত ১৭ জুলাই এফআইএইচ থেকে ইমেইলের মাধ্যমে সুখবরটি পেয়েছেন। এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় লাকি বিশ্ব হকির সকল পর্যায়ে খেলা পরিচালনার জন্য যোগ্য বলে বিবেচিত হলেন। এই যেমন বিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো আসর।

লাকি রাতে বাংলা ট্রিবিউনকে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, 'আমার স্বপ্ন ছিল একসময় এশিয়ায় শুধু নয় ইউরোপসহ বিশ্ব পর্যায়ে বাঁশি বাজাবো। এখন এলিট আম্পায়ার হওয়ায় সেই পথ উন্মুক্ত হয়েছে। আমি আসলেই অনেক খুশি। এশিয়া থেকে ভারত, দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ থেকে একজন করে এই সনদ পেয়েছে।'

এরপরের আর একটি ধাপ বাকি বিশ্ব প্রো-আম্পায়ার হওয়া। সেটা হতে পারলে বিশ্বকাপসহ অন্য আসরে আরও অনায়াসে বাঁশি বাজানো যাবে। তবে এলিট আম্পায়ার হয়ে প্রথম মিশনও পেয়ে গেছেন লাকি। জার্মানিতে আগস্টে চার জাতি অনূর্ধ্ব ২১ হকি হবে। সেখানে নিরপেক্ষ আম্পায়ার হয়ে বাঁশি বাজাবেন।

তবে লাকি বলেছেন, 'এখন বিশ্ব পর্যায়ে বাঁশি বাজানোর সুযোগ তৈরি হয়েছে। শুরুতে জার্মানিতে বাঁশি বাজাবো। এর জন্য ফেডারেশনের সহযোগিতা প্রয়োজন। আসলে আমি তো বাংলাদেশকে সেখানে প্রতিনিধিত্ব করবো। আমার আগে কেউ এলিট প্যানেলে জায়গা পায়নি। আবার কেউ ইউরোপে বাঁশি বাজানোর সুযোগও পায়নি।'

এশিয়ান গেমস, এশিয়া কাপ ছাড়াও এশিয়ার বিভিন্ন আসরে বাঁশি বাজানোর অভিজ্ঞতা সেলিম লাকির।  ৩৮ বছর বয়সী সাবেক খেলোয়াড় চাইছেন এবার বিশ্ব পর্যায়ে সফল হতে।

/টিএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
দুই গোলে পিছিয়ে পড়েও লিভারপুলকে রুখে দিলো ১০ জনের আর্সেনাল
সীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
ভারত-পাকিস্তান সংঘাতসীমান্তে গোলাবর্ষণের আতঙ্কে ফিরতে চান না বাস্তুচ্যুত গ্রামবাসী
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
আমিরাতে সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টারের সঙ্গে তাহসিনের ড্র
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল