চীনের হাংজুতে এশিয়ান গেমসের হকিতে ভারত-পাকিস্তানের গ্রুপে পড়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার হওয়া ড্রতে ‘এ’ গ্রুপে এই তিনটি দল ছাড়াও আছে জাপান, সিঙ্গাপুর ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন, ওমান, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া।
দুটি গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল খেলবে সেমিফাইনাল। বাকি দলগুলো লড়বে স্থান নির্ধারণী ম্যাচে। এর আগের আসরে বাংলাদেশ ষষ্ঠ হয়েছিল। এবার আরও ভালো করার প্রত্যাশা জিমিদের।
আগামী ২৩ সেপ্টেম্বর গেমসের উদ্বোধন হবে। পরের দিনই শুরু হবে হকি। প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।