চীনের হাংজুতে এশিয়ান গেমস হকিকে সামনে রেখে বাংলাদেশ দলের অনুশীলন চলছে। দক্ষিণ কোরিয়ান কোচ ইয়ং কিউ কিমের অধীনে রাসেল মাহমুদ জিমিরা ঘাম ঝরাচ্ছেন। আজ এর ড্রও হয়েছে। পাশপাশি বাংলাদেশের ১৮ জন খেলোয়াড়ও চূড়ান্ত করেছে হকি ফেডারেশন।
দলে জায়গা হয়নি আবু সাইদ নিপ্পন, দ্বীন ইসলাম ও সারোয়ার হোসেনের। এছাড়া কোরিয়ান কোচের অধীনে চার জন নতুন মুখ দেখা গেছে।
এরা হলেন গোলকিপার নুরুজ্জামান নয়ন, ডিফেন্ডার আমিরুল ইসলাম, মিডফিল্ডার আল নাহিয়ান শুভ ও ফরোয়ার্ড হুজাইফা হোসেন। এদের সবারই অনূর্ধ্ব-২১ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে।
এশিয়ান গেমসে গ্রুপে ২৪ সেপ্টেম্বর প্রথম দিন বাংলাদেশের প্রতিপক্ষ জাপান। ২৬ সেপ্টেম্বর পাকিস্তান, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান ও ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ দল:বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন, ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, রেজাউল করিম বাবু, আমিরুল ইসলাম, মেহেদি হাসান, রোমান সরকার, নাইম উদ্দিন, আল নাহিয়ান শুভ, ফজলে হোসেন রাব্বি, হুজাইফা হোসেন, রাসেল মাহমুদ জিমি, রকিবুল হাসান, পুস্কর খীসা মিমো, আরশাদ হোসেন ও মিলন হোসেন।