X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

ক্লাব কাপ হকিতে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আবাহনী-মেরিনার্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২৪, ২০:৩৫আপডেট : ০১ মার্চ ২০২৪, ২০:৩৫

ক্লাব কাপ হকির পর্দা নামছে শনিবার। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে আবাহনী ও মেরিনার্স। দুই দলই শক্তির নিরিখে সমানে সমান। নিঃসন্দেহে উত্তেজনায় ঠাসা ম্যাচ হতে যাচ্ছে। 

ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা আবাহনী কোচ হেদায়েতুল ইসলাম রাজিবের, ‘ফাইনালটা ফাইনালের মতোই হবে প্রত্যাশা করছি। দুই দলের জন্যই এটি বড় ম্যাচ। ফাইনালে যারা ভালো খেলবে, চাপকে জয় করতে পারবে তারাই চ্যাম্পিয়ন হবে।’

দল ট্রফি জেতার জন্যই মাঠে নামবে বললেন কোচ, ‘আবাহনী চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে। আগামীকাল আমাদের দল চ্যাম্পিয়নশিপের জন্যই মাঠে নামবে।’

গতবার মেরিনার্সের কাছে হারের স্মৃতি আছে আবাহনীর। তবে এই ম্যাচকে প্রতিশোধের উপলক্ষ হিসেবে দেখছেন না রাজিব, ‘ক্লাব কাপের গত আসরে আমরা হেরেছি বলে এই ম্যাচটাকে প্রতিশোধের মনে করছি এমন নয়। আমরা আমাদের খেলায় ফোকাস করছি। মেরিনার্স সব সময়ই ভালো দল। তাদের বিপক্ষে কীভাবে নিজেদের সেরাটা দেওয়া যায় সেদিকেই আমাদের লক্ষ্য।’

এখনও আবাহনী সেরাটা খেলতে পারেনি মনে করেন কোচ। ফাইনালে ভিন্ন কিছু হবে বিশ্বাস তার।

মাঠে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার কাজ সহজ হবে মনে করেন মেরিনার্স কোচ মামুন উর রশিদ। তিনি বলেন, ‘সব দলই চাইবে ট্রফি জিততে। মাঠে কোচের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারা দলই দিনশেষে চ্যাম্পিয়ন হবে।’

ফাইনালে দর্শকদের উপভোগ্য খেলা উপহার দিতে চায় মেরিনার্স। গতবার সহজে আবাহনীকে হারালেও এবার কঠিন হবে মনে হচ্ছে মামুনের, ‘গতবারের ক্লাব কাপের ফাইনালেও আমি মেরিনার্সের ডাগআউটে ছিলাম। সেবার চ্যাম্পিয়ন হয়েছি ভালো খেলেছি বলে। এবারও ভালো খেললে চ্যাম্পিয়ন হবো। ফাইনাল সামনে রেখে কোনও চাপ অনুভব করছি না। তবে ফাইনালে গতবারের প্রতিপক্ষ আবাহনীকে পেলেও এবার আবাহনী দল বেশ শক্তিশালী। এটা আমি বারবারই বলেছি। আবাহনীতে জাতীয় দলে খেলা প্লেয়ারের সংখ্যা অনেক। তারপরও আমি আমার দলকে খাটো করবো না। এবারের ক্লাব কাপের শুরু থেকে ছেলেরা পরিশ্রম করে যাচ্ছে। ফাইনালেও সেটা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
কেরানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইকবাল নিউ মার্কেট থেকে গ্রেফতার
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
আ.লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে যা বললেন নাহিদ ইসলাম
দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন এক মার্কিন নাগরিক
দুই বছর পর আফগানিস্তান থেকে মুক্তি পেলেন এক মার্কিন নাগরিক
সর্বাধিক পঠিত
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
বরিশালে নাহিদ ইসলামের পথ আটকে বিক্ষোভ
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
প্রতিটি বাড়ি যেন একেকটি পোশাক কারখানা
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
আপাতত দেশে ফিরছেন না তারেক রহমান
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট
হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা: মাঝপথ থেকে ঢাকায় ফিরলো বিমানের ফ্লাইট