X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ১৮:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৮:২৭

আগের দিন মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়দের মধ্যে হলো গ্যাঞ্জাম। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির কারণে দেওয়া লাল কার্ডের কারণে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে বিজয়ী ঘোষণা করা হয়। বাইলজ অনুযায়ী আগামীকালই মেরিনার ইয়াংসের বিপক্ষে আবাহনীর প্লে অফ হওয়ার কথা। সেখানেই হতো শিরোপার জন্য নিষ্পত্তি। তবে আজ দুই ক্লাবই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, কাল তারা খেলতে পারবে না! তাই কাল যে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

কারণ, দুই ক্লাবের ৬ জন খেলোয়াড় আগামীকালই বিমানবাহিনীর হয়ে ভারত সফরে যাচ্ছেন। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি তখন খেলতে আপত্তি নেই দুই ক্লাবের।

এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার মাহবুব হারুন আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ফেডারেশনকে চিঠি দিয়েছি। আগামীকাল আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ, আমাদের দুই গোলকিপারসহ চার জন খেলোয়াড় বিমানবাহিনীর সঙ্গে আগামীকালই ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাবে। ওই চার জন বিমানবাহিনীর সদস্য। তাতে আছে দুই গোলকিপার বিপ্লব কুজুর আর সজীবুর রহমান। তাদের ছাড়া আমাদের ম্যাচ খেলা সম্ভব নয়। ওরা ফিরে এলে আমাদের খেলতে কোনও আপত্তি নেই। বাইলজ অনুযায়ী চলবো আমরা।’

বিমানবাহিনীর হয়ে মেরিনার্সের দুজন খেলোয়াড়ও ভারতে যাচ্ছেন। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান বলেছেন, ‘আমাদের চার বিদেশি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গতরাতেই দেশে ফিরে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিদেশি আম্পায়ারও পাওয়া যাবে না। তবে প্লে-অফটি বাতিল করে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করলে আপত্তি করবো না আমরা।’ 

আজই ফেডারেশন দুই ক্লাবের চিঠি নিয়ে সভা করতে যাচ্ছে। সেখানেই নির্ধারণ হতে পারে, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে নাকি আদৌ প্লে-অফ ম্যাচ হবে!

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
ওলমোর গোলে ৭ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে বার্সা
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
বিড়ালসহ বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক বিশেষ ভ্যান চালু
আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
এনসিপির বিক্ষোভআ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের