X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৪, ১৮:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১৮:২৭

আগের দিন মোহামেডান ও আবাহনীর খেলোয়াড়দের মধ্যে হলো গ্যাঞ্জাম। দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির কারণে দেওয়া লাল কার্ডের কারণে মোহামেডান খেলতে অস্বীকৃতি জানালে আবাহনীকে বিজয়ী ঘোষণা করা হয়। বাইলজ অনুযায়ী আগামীকালই মেরিনার ইয়াংসের বিপক্ষে আবাহনীর প্লে অফ হওয়ার কথা। সেখানেই হতো শিরোপার জন্য নিষ্পত্তি। তবে আজ দুই ক্লাবই চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, কাল তারা খেলতে পারবে না! তাই কাল যে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত।

কারণ, দুই ক্লাবের ৬ জন খেলোয়াড় আগামীকালই বিমানবাহিনীর হয়ে ভারত সফরে যাচ্ছেন। ১ মে তারা ফিরে এলে ম্যাচটি তখন খেলতে আপত্তি নেই দুই ক্লাবের।

এই প্রসঙ্গে আবাহনী লিমিটেডের ম্যানেজার মাহবুব হারুন আজ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ফেডারেশনকে চিঠি দিয়েছি। আগামীকাল আমাদের পক্ষে খেলা সম্ভব নয়। কারণ, আমাদের দুই গোলকিপারসহ চার জন খেলোয়াড় বিমানবাহিনীর সঙ্গে আগামীকালই ভারতে প্রীতি ম্যাচ খেলতে যাবে। ওই চার জন বিমানবাহিনীর সদস্য। তাতে আছে দুই গোলকিপার বিপ্লব কুজুর আর সজীবুর রহমান। তাদের ছাড়া আমাদের ম্যাচ খেলা সম্ভব নয়। ওরা ফিরে এলে আমাদের খেলতে কোনও আপত্তি নেই। বাইলজ অনুযায়ী চলবো আমরা।’

বিমানবাহিনীর হয়ে মেরিনার্সের দুজন খেলোয়াড়ও ভারতে যাচ্ছেন। মেরিনার্সের সাধারণ সম্পাদক হাসান উল্লাহ খান বলেছেন, ‘আমাদের চার বিদেশি পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী গতরাতেই দেশে ফিরে গেছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বিদেশি আম্পায়ারও পাওয়া যাবে না। তবে প্লে-অফটি বাতিল করে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করলে আপত্তি করবো না আমরা।’ 

আজই ফেডারেশন দুই ক্লাবের চিঠি নিয়ে সভা করতে যাচ্ছে। সেখানেই নির্ধারণ হতে পারে, যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে নাকি আদৌ প্লে-অফ ম্যাচ হবে!

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শিক্ষার্থীরা
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র