X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের খেলা না থাকায় ক্ষুব্ধ তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৯ জুন ২০১৬, ১৭:৪২

বাংলাদেশের খেলা না থাকায় ক্ষুব্ধ তামিম বাংলাদেশ ক্রিকেটে ২০১৫ সালটা দুর্দান্ত কেটেছে। গত বছর আইসিসি বিশ্বকাপে টাইগাররা জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। এরপর দেশের মাটিতে একের পর এক দৈত্যবধ করে মাশরাফির দল। একে একে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশ।

অথচ এ বছর এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে। টাইগাররা মাঠে নামবে আগামী অক্টোবরে, ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে।

এর আগে দীর্ঘদিন বিরতি বাংলাদেশ ক্রিকেটে। সে কারণেই কিছুটা ক্ষুব্দ ড্যাশিং টাইগার ওপেনার তামিম ইকবাল। লম্বা সময় ধরে না খেললে সেটা মাঠের পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা করছেন তামিম।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘এত ভালো মৌসুম কাটানোর পর আমরা ছয় মাস ধরে ক্রিকেট খেলছি না। এটা অবশ্যই আমাদের ওপর প্রভাব ফেলবে। আমাদের বিপক্ষে খেলার জন্য সবারই আগ্রহী হওয়া উচিত। কিন্তু আমরা বসে আছি। আমরা জানি না যে ছয় মাস পর কীভাবে খেলতে পারব। জিম্বাবুয়ে ছাড়া কোনও আর দল এত লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকে না।’

এত এত সাফল্যের পরও অন্য দেশগুলো কেন বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী হচ্ছে না, তা কিছুতেই ভেবে পাচ্ছেন না তামিম। তিনি বলেন, ‘পাঁচ বছর আগে আমরা যেমন খেলতাম, এখনও তেমন খেললে তবু কিছু বোঝা যেত। তখন আমাদের ফলাফলটা ছিল অনুমানযোগ্য। কিন্তু এত ভালো খেলার পর তারা কেন আমাদের বিপক্ষে খেলতে চায় না, আমি জানি না।’

বর্তমানে টেস্ট খেলুড়ে সব দলই কাটাচ্ছে ব্যস্ত সময়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ খেলেছে ত্রিদেশীয় সিরিজ। শ্রীলঙ্কা টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। পাকিস্তান গেছে ইংল্যান্ড সফরে। জিম্বাবুয়ে সফর শেষে ভারত এখন প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সফরের। আগামী জুলাই-আগস্টে নিউজিল্যান্ডও যাবে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে। সবারই কাটছে ব্যস্ত সময়। শুধু বাংলাদেশই পাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ। শুধু বাংলাদেশ টিমেরই খেলা নেই!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অব্যবহৃত-বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে কমিটি
অব্যবহৃত-বেদখল জমি ব্যবহার ও পুনরুদ্ধারে কমিটি
তিস্তায় পানি বাড়ছে, প্লাবিত হতে পারে চার জেলার নিম্নাঞ্চল
তিস্তায় পানি বাড়ছে, প্লাবিত হতে পারে চার জেলার নিম্নাঞ্চল
গোপালগঞ্জে হচ্ছে কাবাডি কমপ্লেক্স
গোপালগঞ্জে হচ্ছে কাবাডি কমপ্লেক্স
পাসের হারে রাজশাহী এগিয়ে, পিছিয়ে বরিশাল
পাসের হারে রাজশাহী এগিয়ে, পিছিয়ে বরিশাল
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ