X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিসবাহর ক্যারিয়ারের আক্ষেপ

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৫আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৪:৪৫

মিসবাহ উল হক ২০১২ সালে টি-টোয়েন্টি, ২০১৫ সালে ওয়ানডেকে বিদায় জানিয়েছিলেন মিসবাহ উল হক। আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের পর পুরো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন পাকিস্তানের অধিনায়ক। দেশের সফল টেস্ট অধিনায়কের মর্যাদা পেয়ে শেষ করলেও ১৬ বছরের ক্যারিয়ারে কিছু আক্ষেপ আছে ৪২ বছর বয়সীর।

মিসবাহ এক সাক্ষাতকারে নিশ্চিত করেছেন তার অবসরের সিদ্ধান্ত সম্পূর্ণ নিজস্ব। বোর্ডের কারও মাধ্যমে প্রভাবিত হননি তিনি। এর পরই জানালেন তার ক্যারিয়ারের আক্ষেপের কথা, ‘কে-ই বা বলতে পারে? এটা আমাদের কারও হাতে নেই, কিন্তু এটা আমার আক্ষেপ যে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে পারলাম না। বিশেষ করে যখন আমাদের টেস্ট দল অনেক ভালো করছে।’

পাকিস্তানের বিদায়ী টেস্ট অধিনায়কের মতে ২০০৭ সাল থেকে ইন্দো-পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধে দায়ি রাজনীতি। কিন্তু ২০১০ সালে অধিনায়ক হওয়ার পর আশায় ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে টেস্ট সিরিজে নেতৃত্ব দেওয়ার সুযোগ মিলবে। মিসবাহ বলেছেন, ‘৭ থেকে ৮ বছর ধরে এটা হয়নি। আমি কিন্তু ভারতে খেলেছি এবং জানি সেখানকার মানুষ চায় দুই দল একে অপরের সঙ্গে নিয়মিত খেলুক।’

ভারতের বিপক্ষে ষথেস্ট সিরিজ খেলতে পারলে ক্যারিয়ারটা পুরোপুরি সমৃদ্ধ হতো বলছেন মিসবাহ। তার বিশ্বাস পরিস্থিতির উন্নতি হলে শিগগিরই বহুল আকাঙ্ক্ষিত এ দ্বিপাক্ষিক সিরিজ হবে। তিনি বলেছেন, ‘আমি আশা করি দুই দেশের ক্রিকেট দলের লড়াই শিগগিরই শুরু হবে। আমার ক্যারিয়ারে আমি অনেক অর্জন করেছি। এ কারণে ২০১২ সালে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলাম এবং এর পর ২০১৫ সালের বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে। সব কিছু ভেবে এখন আমার মনে হচ্ছে টেস্ট থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়।’

আরও কিছু আকাঙ্ক্ষা পূরণ হয়নি মিসবাহর ক্যারিয়ারে, ‘২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপ জিততে না পারাও আমার ক্যারিয়ারের অপূরণীয় আকাঙ্ক্ষা।’ ২০১১ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরেছিল পাকিস্তান, অবশ্য ওই সময় দলের নেতৃত্বে ছিলেন শহীদ আফ্রিদি। পরের বিশ্বকাপে মিসবাহ দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে পেরেছিলেন। অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল পাকিস্তান। সূত্র- এক্সপ্রেস ট্রিবিউন

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ