X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রংপুরকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

শামসুর রহমান শেষ দিকে ঝড় তোলেন (ফাইল ছবি) রংপুর রাইডার্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এভিন লুইসের ফিফটির পর শামসুর রহমানের ব্যাটিং ঝড়ে তারা ৮ উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতেছে।

২০১৫ সালেও প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে উড়িয়ে ফাইনালে উঠেছিল কুমিল্লা। বিপিএলে অভিষেকের ওই বছরে তারা চ্যাম্পিয়ন হয় বরিশাল বুলসকে হারিয়ে। কিন্তু গতবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের কাছে হারে কুমিল্লা। এবার তার শোধ নিয়ে দ্বিতীয় শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল ইমরুল কায়েসের দল।

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে রংপুর। লক্ষ্যে নেমে ১৮.৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করে কুমিল্লা।

একটি করে চার ও ছয়ে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পঞ্চম ওভারে মাশরাফি মুর্তজার শিকার হন তিনি ১৭ রানে। এরপর আর পেছন ফিরে তাকায়নি কুমিল্লা। এনামুল হক বিজয় ও লুইসের ৯০ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়।

এনামুল ১৬তম ওভারের প্রথম বলে শফিউল ইসলামের কাছে বোল্ড হন। ৩২ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। লুইসকে নিয়ে শামসুরের অপরাজিত ৪১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় কুমিল্লার।

৫৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন লুইস। শামসুর অপরাজিত ছিলেন ১৫ বল খেলে ৩৪ রানে, চারটি চার ও দুটি ছয় মারেন তিনি।

তার আগে বেনি হাওয়েলের অপরাজিত ৫৩ রানের কল্যাণে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় রংপুর। এছাড়া ক্রিস গেইল ৪৬ ও রাইলি রোসো ৪৪ রান করেন।

এই ম্যাচ হারলেও রংপুরের শিরোপা ধরে রাখার আশা টিকে আছে। আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ঢাকা ডায়নামাইটসকে খেলবে। ওই ম্যাচের বিজয়ী দল ৮ ফেব্রুয়ারির ফাইনালে কুমিল্লার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক