X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রংপুরকে উড়িয়ে ফাইনালে কুমিল্লা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

শামসুর রহমান শেষ দিকে ঝড় তোলেন (ফাইল ছবি) রংপুর রাইডার্সকে উড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে উঠলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এভিন লুইসের ফিফটির পর শামসুর রহমানের ব্যাটিং ঝড়ে তারা ৮ উইকেটে প্রথম কোয়ালিফায়ার জিতেছে।

২০১৫ সালেও প্রথম কোয়ালিফায়ারে রংপুরকে উড়িয়ে ফাইনালে উঠেছিল কুমিল্লা। বিপিএলে অভিষেকের ওই বছরে তারা চ্যাম্পিয়ন হয় বরিশাল বুলসকে হারিয়ে। কিন্তু গতবার দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের কাছে হারে কুমিল্লা। এবার তার শোধ নিয়ে দ্বিতীয় শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল ইমরুল কায়েসের দল।

সোমবার টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে রংপুর। লক্ষ্যে নেমে ১৮.৫ ওভারে ২ উইকেটে ১৬৬ রান করে কুমিল্লা।

একটি করে চার ও ছয়ে বড় ইনিংসের আভাস দিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পঞ্চম ওভারে মাশরাফি মুর্তজার শিকার হন তিনি ১৭ রানে। এরপর আর পেছন ফিরে তাকায়নি কুমিল্লা। এনামুল হক বিজয় ও লুইসের ৯০ রানের জুটি সহজ জয়ের ভিত গড়ে দেয়।

এনামুল ১৬তম ওভারের প্রথম বলে শফিউল ইসলামের কাছে বোল্ড হন। ৩২ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। লুইসকে নিয়ে শামসুরের অপরাজিত ৪১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় কুমিল্লার।

৫৩ বলে ৫ চার ও ৩ ছয়ে ৭১ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন লুইস। শামসুর অপরাজিত ছিলেন ১৫ বল খেলে ৩৪ রানে, চারটি চার ও দুটি ছয় মারেন তিনি।

তার আগে বেনি হাওয়েলের অপরাজিত ৫৩ রানের কল্যাণে লড়াই করার মতো স্কোর দাঁড় করায় রংপুর। এছাড়া ক্রিস গেইল ৪৬ ও রাইলি রোসো ৪৪ রান করেন।

এই ম্যাচ হারলেও রংপুরের শিরোপা ধরে রাখার আশা টিকে আছে। আগামী বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা ঢাকা ডায়নামাইটসকে খেলবে। ওই ম্যাচের বিজয়ী দল ৮ ফেব্রুয়ারির ফাইনালে কুমিল্লার প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট