X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

এখনও সেমিফাইনাল নিয়ে আশাবাদী হাবিবুল

রবিউল ইসলাম, ব্রিস্টল থেকে
১২ জুন ২০১৯, ২০:১১আপডেট : ১২ জুন ২০১৯, ২০:১১

অধিনায়ক মাশরাফি এবং বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের সঙ্গে আলোচনায় ব্যস্ত নির্বাচক হাবিবুল বাশার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুরুটা হয়েছিল দুর্দান্ত। কিন্তু নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে পরের দুই ম্যাচে জয় আসেনি। এরপর মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামারই সুযোগ হয়নি বাংলাদেশের। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় একটি পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত সপ্তম স্থানে মাশরাফির দল। নিঃসন্দেহে সেমিফাইনালের পথটা কঠিন। তবে নির্বাচক হাবিবুল বাশারের বিশ্বাস, বাংলাদেশের শেষ চারে খেলার সম্ভাবনা ভালো মতোই আছে এখনও।

বুধবার বাংলা ট্রিবিউনকে হাবিবুল বলেছেন, ‘সেমিফাইনালের রেসে আমরা এখনও টিকে আছি। তবে লক্ষ্যপূরণের জন্য বড় দলকে হারাতে হবে, আগের ব্যর্থতার কথা ভুলে যেতে হবে। আমাদের এখন একটাই লক্ষ্য, বড় দলের বিপক্ষে জয়। তবে একটা কথা বলতে পারি, এই টুর্নামেন্টে অনেক অঘটন ঘটবে। যে কেউ অঘটনা ঘটাতে পারে, আমরাও পারি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কাছাকাছি গিয়েও বাংলাদেশ পারেনি, হেরে যায় ২ উইকেটে। সুবর্ণ সুযোগ হাতছাড়া হওয়ায় আরও অনেকের মতো হাবিবুলের কণ্ঠেও আক্ষেপ, ‘নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে আফসোস করতেই হবে। জয়ের খুব কাছে গিয়েও আমরা পারিনি। ম্যাচটা জিতলে বাংলাদেশ এখন পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকতো।’

সেদিনের হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক, ‘২৪৪ রান করে জয়ের চিন্তা করাই বোকামি! সেদিন আমরা ৩৩০ থেকে ৩৫০ রানের লক্ষ্য নিয়ে নেমেছিলাম। উইকেট অবশ্য তেমন সহজ ছিল না। তবে ২৭০ রান করতে পারলে আমরাই জিততাম। কিন্তু আমরা পরিকল্পনা অনুযায়ী ব্যাট করতে পারিনি।’

ইংল্যান্ডের বিপক্ষে অবশ্য লড়াই করতেই পারেনি বাংলাদেশ, বিশাল রানের নিচে চাপা পড়ে হেরে গেছে ১০৬ রানে। তবে হাবিবুল সেদিনের হার থেকে একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমরা স্রেফ উড়ে গেছি। তবে এর একটা ইতিবাচক দিকও আছে। টুর্নামেন্টের শুরুতে আমাদের একটা বাজে দিন গেছে। সেদিনের ব্যর্থতা ভুলে এখন শুধু এগিয়ে যাওয়ার পালা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!