X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

ভিএআরে টটেনহামের বিপক্ষে জয়বঞ্চিত ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৯, ০১:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০১:৪৭

রেফারির সিদ্ধান্তে হতাশ জেসুস টটেনহাম হটস্পারের বিপক্ষে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) আবারও হতাশ করলো ম্যানচেস্টার সিটিকে। শনিবার প্রিমিয়ার লিগে জয়বঞ্চিত হয়েছে তারা। ২-২ গোলের রোমাঞ্চকর ড্রয়ের ম্যাচে শিরোনাম হয়েছে ভিএআর।

গত চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শেষ মুহূর্তে রহিম স্টারলিংয়ের গোল বাতিল করে দেয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। টটেনহামের বিপক্ষে ৪-৩ গোলে ম্যাচটি জিতেও ছিটকে যায় ম্যানচেস্টার সিটি। ভাগ্যের পরিহাস, প্রিমিয়ার লিগেও ভিএআর বাতিল করলো গ্যাব্রিয়েল জেসুসের শেষ মুহূর্তের গোল। তাতে ১৬ ম্যাচে প্রথমবার জয়বঞ্চিত হলো ম্যানসিটি।

ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন জেসুস। এই গোলে জয়ের উৎসবে মেতেছিল সিটিজেনরা। কিন্তু ভিএআরে দেখা গেছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে বল পৌঁছানোর আগে তার সতীর্থ ডিফেন্ডার আইমেরিক লাপোর্তের হাতে লেগেছে। তাতে রাজ্যের হতাশা নামে স্বাগতিক গ্যালারিতে।

নামার কিছুক্ষণের মধ্যেই গোল করেন মোউরা ইতিহাদ স্টেডিয়ামে ২০ মিনিটে এগিয়ে যায় ম্যানসিটি। ডানপ্রান্ত থেকে কেভিন ডি ব্রুইনের ক্রসে লক্ষ্যভেদ করেন স্টারলিং। কিন্তু সিটিজেনরা এগিয়ে ছিল মাত্র ৩ মিনিট। টাঙ্গুই এনদোম্বেলের অ্যাসিস্টে স্পারদের সমতা ফেরান এরিক লামেলা।

বিরতিতে যাওয়ার আগে আবার এগিয়ে যায় ম্যানসিটি। ডি ব্রুইনের নিচু শট দখলে নিয়ে ৩৫ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন সের্হিয়ো আগুয়েরো। দ্বিতীয়ার্ধে বদলি নেমে জাদু দেখান লুকাস মোউরা। মাঠে নামার ১৯ সেকেন্ডর মাথায় প্রথম শটে টটেনহামকে সমতায় ফেরান তিনি। লামেলার কর্নার থেকে ৫৬ মিনিটের দুর্দান্ত হেডে স্কোর করেন ২-২। তবে শেষ পর্যন্ত নাটক ও বিতর্ক জমিয়ে শিরোনামে জায়গা করে নেয় ভিএআর। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!