X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নাঈমের ঘূর্ণিতে দ্বিতীয় দিন বাংলাদেশ ইমার্জিং টিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ২০:১৫আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ২০:১৯

দ্বিতীয় দিন বাংলাদেশকে এগিয়ে রাখলেন নাঈম খুলনায় ইমার্জিং টিমের চার দিনের টেস্টের দ্বিতীয় দিনেও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এগিয়ে থাকলো। যার কৃতিত্ব দেওয়া যেতে পারে নাঈম হাসানকে। শেষ দিকে ব্যাট হাতে প্রতিরোধ গড়ার পর বোলিংয়ে ঘূর্ণি জাদু দেখালেন বাংলাদেশি অফ স্পিনার।

বুধবার বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৬০ রানে। এরপর নাঈমের স্পিনে ৫৯ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। সবগুলো উইকেটই নেন ১৮ বছর বয়সী স্পিনার। এর আগে তার ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৩৬ রান। শ্রীলঙ্কা দিন শেষ করেছে ৪ উইকেটে ১০১ রানে।

১২৪ রানে অপরাজিত থেকে নতুন দিন শুরু করেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে কালানা পেরেরার কাছে এলবিডাব্লিউ হন তিনি। ২৬৯ বলে তার ১৩৩ রানের ইনিংসে ছিল ১৩ চার ও ১ ছয়। মাহিদুল ইসলাম অঙ্কন (৪) দিনের দ্বিতীয় শিকার হলে দারুণ প্রতিরোধ গড়েন জাকির হাসান ও নাঈম।

নাঈমের সঙ্গে ৫৮ রানের জুটি গড়ে বিদায় নেন ৯ রানে দিন শুরু করা জাকির। এক রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। ১২৮ বলে ৪টি চারে ৪৯ রানে আউট হন জাকির। এরপর নাঈমের ৭২ বলের প্রতিরোধ ভাঙলে বাংলাদেশকে সাড়ে তিনশ পার করতে অবদান রাখেন ইয়াসিন আরাফাত (১২) ও তানভীর ইসলাম (১৬*)।

শ্রীলঙ্কার পক্ষে রমেশ মেন্ডিস সর্বোচ্চ ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে লঙ্কানরা ২১ রানে প্রথম উইকেট হারায়। ৩৮ রানের ব্যবধানে তাদের আরও তিন ব্যাটসম্যান ফিরে যায়। প্রমোদ মাদুভান্থা ও আশিন বান্দারার ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি সফরকারীদের এনে দেয় স্বস্তি। প্রমোদ ২১ ও আশিন ২৩ রানে অপরাজিত আছেন।

১৬ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন নাঈম, মেডেন ৭ ওভার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ