X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ‘এ’ দলের ওয়ানডে সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১৮:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ২১:১৯

ট্রফি নিয়ে ‘এ’ দলের উচ্ছ্বাস সাইফ হাসানের সেঞ্চুরিতে শ্রীলঙ্কায় সিরিজ জয়ের উৎসব করলো বাংলাদেশ ‘এ’ দল। কলম্বোয় শনিবার তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ডাকওয়ার্থ লুইস মেথডে ৯৮ রানে হারায় তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ তারা জিতেছে ২-১ ব্যবধানে।

দ্বিতীয় ম্যাচে শেষ বলে নাটকীয় জয় পেয়েছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তারা জিতলো আধিপত্য বিস্তার করে। টস হেরে ব্যাট করতে নেমে সাইফের সঙ্গে আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ছিলেন দুর্দান্ত। ৯ উইকেটে ৩২২ রান করে তারা। এরপর বোলারদের দারুণ নৈপুণ্যে বিপদে পড়েছিল লঙ্কানরা। প্রতিকূল আবহাওয়ার কারণে ইনিংসের মাঝপথে থামে ম্যাচ, ২৪.৪ ওভারে ৬ উইকেটে ১৩০ রানে। পরে আর খেলা হয়নি, ডাকওয়ার্থের হিসাব নিকাশে ততক্ষণে তাদের টার্গেট দাঁড়ায় ২২৯ রানের।

নাঈমের সঙ্গে সাইফের একশ ছাড়ানো উদ্বোধনী জুটিতে বড় স্কোরের আভাস দেয় বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা নাঈম ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’এর কারণে বিদায় নেন ৭৬ বলে ৬৬ রান করে। সাইফের সঙ্গে ১২০ রানের জুটি গড়ার পথে তার ইনিংস সাজানো ছিল ৫ চার ও ২ ছয়ে।

এরপর দ্রুত নাজমুল হোসেন শান্ত (২) ও এনামুল হক বিজয় (১৫) ফিরে গেলে সাইফকে নিয়ে প্রতিরোধ গড়েন মোহাম্মদ মিঠুন। ৯৯ রানের এই জুটি ভেঙে দেন শিরান ফার্নান্ডো। ১২ চার ও ৩ ছয়ে ১১০ বলে ১১৭ রান করে আউট হন সাইফ। দলীয় ২৫৫ রানে তিনি মাঠ ছাড়েন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে।

দুর্দান্ত এক সেঞ্চুরি করেন সাইফ সাইফের পর মিঠুন সাজঘরে ফেরেন ৩২ রান করে। পরে দলীয় স্কোর তিনশ ছাড়াতে অবদান রাখেন নুরুল হাসান (১৭) ও সানজামুল ইসলাম (১২*)।

শ্রীলঙ্কার পক্ষে শিরান নেন ৪ উইকেট। বিশ্ব ফার্নান্ডো পান ৩ উইকেট।

বড় লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে ২৭ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। দুই ওপেনার পাথুম নিশানকা (৬) ও সান্দুন বীরাক্কোরি (১৮) বিদায় নেন। অধিনায়ক আশান প্রিয়ঞ্জনের সঙ্গে কামিন্দু মেন্ডিসের ৬৪ রানের জুটি এই ধাক্কা সামলে নেয়। ৩৪ রানে প্রিয়ঞ্জনকে আউট করে ব্রেক থ্রু আনেন সাইফ। ডানহাতি এই অফস্পিনার ৭ রানে ফেরান প্রিয়মল পেরেরাকে।

এবাদত হোসেন তার টানা ওভারে আশেন বান্দারা (৬) ও ইনিংস সেরা পারফর্মার কামিন্দুকে (৫৫) আউট করেন। বৃষ্টি নামার আগে আর মাত্র দুই বল খেলতে পেরেছিল শ্রীলঙ্কা।

বাংলাদেশের পক্ষে সাইফ ও এবাদত দুটি করে উইকেট নিয়ে সেরা বোলার। একটি করে পান আবু হায়দার ও আফিফ হোসেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা