X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তবুও আক্ষেপ চট্টগ্রাম আবাহনী কোচের!

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৯, ২২:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:৩৪

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনী কোচ ও অধিনায়ক মারুফুল ও জামাল গুনে গুনে টিসি স্পোর্টসের জালে চারবার বল পাঠিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক কাপের মিশন তারা শুরু করেছে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে। তাতে খুশি হলেও সামর্থ্যের শতভাগ দিতে না পারার আক্ষেপ কোচ মারুফুল হকের।

প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েছিল আবাহনী। এই ৪৫ মিনিটে তিন গোল হলেও লক্ষ্যভ্রষ্ট শট হয়েছে বেশ কয়েকটি। আরও গোল করতে না পারার আক্ষেপ মারুফের কণ্ঠে, ‘আমরা আরও গোল করতে পারতাম। কিন্তু আমরা কয়েকটা সুযোগ নষ্ট করেছি। যে কোনও আসরে প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা চার গোল করেছি, আরও ভালো খেলার সুযোগ ছিল। দলীয় সমন্বয়ে খানিকটা সমস্যা থেকে গেছে। দ্রুত আক্রমণের পরিকল্পনা ছিল, কিন্তু অনেক সময় সেটা হয়নি।’

চট্টগ্রাম আবাহনী খেলেছে চার বিদেশিকে নিয়ে। আর টিসি স্পোর্টসে ছিল না কোনও বিদেশি। এই কারণে শক্তিতে স্বাগতিকরা এগিয়ে ছিল মানছেন দলের কোচ, ‘হ্যাঁ, এটা ঠিক। আমরা চার বিদেশি নিয়ে শক্তিতে কিছুটা এগিয়ে ছিলাম। তবে গোল না খেলে ভালো লাগতো। ম্যাচ শেষে আমি দলের পারফরম্যান্স নিয়ে ৬০ ভাগ সন্তুষ্ট।’

অধিনায়ক জামাল ভূঁইয়া  জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘প্রতিযোগিতার শুরুতে আমরা ভালো করেছি, যেটা আমাদের সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। তবে এই ম্যাচ সহজ ছিল না। আরিফুর সহ অন্যরা আক্রমণে ভালো খেলেছে।’

টিসি কোচ মোহাম্মদ হামিদ এই হারের জন্য ভ্রমণ ক্লান্তিকে দায়ী করেছেন, ‘ভ্রমণ ক্লান্তির কারণে আমরা এই ম্যাচ ভালো খেলতে পারিনি। খেলোয়াড়রা বেশ ক্লান্ত ছিল, যে কারণে শুরুটা ভালো হয়নি। ম্যাচের শুরুর দিকে দুটি গোলও হজম করেছি, পরে আর ফিরতে পারিনি। তবে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ