X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

তবুও আক্ষেপ চট্টগ্রাম আবাহনী কোচের!

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
১৯ অক্টোবর ২০১৯, ২২:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২২:৩৪

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম আবাহনী কোচ ও অধিনায়ক মারুফুল ও জামাল গুনে গুনে টিসি স্পোর্টসের জালে চারবার বল পাঠিয়েছে চট্টগ্রাম আবাহনী। শেখ কামাল আন্তর্জাতিক কাপের মিশন তারা শুরু করেছে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে। তাতে খুশি হলেও সামর্থ্যের শতভাগ দিতে না পারার আক্ষেপ কোচ মারুফুল হকের।

প্রথমার্ধে আক্রমণের পসরা সাজিয়েছিল আবাহনী। এই ৪৫ মিনিটে তিন গোল হলেও লক্ষ্যভ্রষ্ট শট হয়েছে বেশ কয়েকটি। আরও গোল করতে না পারার আক্ষেপ মারুফের কণ্ঠে, ‘আমরা আরও গোল করতে পারতাম। কিন্তু আমরা কয়েকটা সুযোগ নষ্ট করেছি। যে কোনও আসরে প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা চার গোল করেছি, আরও ভালো খেলার সুযোগ ছিল। দলীয় সমন্বয়ে খানিকটা সমস্যা থেকে গেছে। দ্রুত আক্রমণের পরিকল্পনা ছিল, কিন্তু অনেক সময় সেটা হয়নি।’

চট্টগ্রাম আবাহনী খেলেছে চার বিদেশিকে নিয়ে। আর টিসি স্পোর্টসে ছিল না কোনও বিদেশি। এই কারণে শক্তিতে স্বাগতিকরা এগিয়ে ছিল মানছেন দলের কোচ, ‘হ্যাঁ, এটা ঠিক। আমরা চার বিদেশি নিয়ে শক্তিতে কিছুটা এগিয়ে ছিলাম। তবে গোল না খেলে ভালো লাগতো। ম্যাচ শেষে আমি দলের পারফরম্যান্স নিয়ে ৬০ ভাগ সন্তুষ্ট।’

অধিনায়ক জামাল ভূঁইয়া  জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চান, ‘প্রতিযোগিতার শুরুতে আমরা ভালো করেছি, যেটা আমাদের সামনের ম্যাচগুলোতে কাজে দেবে। তবে এই ম্যাচ সহজ ছিল না। আরিফুর সহ অন্যরা আক্রমণে ভালো খেলেছে।’

টিসি কোচ মোহাম্মদ হামিদ এই হারের জন্য ভ্রমণ ক্লান্তিকে দায়ী করেছেন, ‘ভ্রমণ ক্লান্তির কারণে আমরা এই ম্যাচ ভালো খেলতে পারিনি। খেলোয়াড়রা বেশ ক্লান্ত ছিল, যে কারণে শুরুটা ভালো হয়নি। ম্যাচের শুরুর দিকে দুটি গোলও হজম করেছি, পরে আর ফিরতে পারিনি। তবে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে, এটাই প্রত্যাশা।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!