X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ক্রিকেটাররা কারও উসকানিতে কাজ করছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ২২:১৭আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২৩:২৮

সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা। ছবি: মিনহাজ উদ্দিন খান মঙ্গলবার জরুরি বোর্ডসভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান বারবারই একটি কথা বলেছেন- ‘ষড়যন্ত্র’। খেলোয়াড়দের উসকে দিয়ে পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছেন, এমন মন্তব্যও করেছিলেন তিনি। যদিও বুধবার ক্রিকেটারদের ডাকা সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র আইনজীবী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, এখানে উসকানিমূলক কিছু নেই।

বুধবার সন্ধ্যায় গুলশানের ফোর সিজন হোটেলে সংবাদ সম্মেলন করেছেন ক্রিকেটাররা। তাদের হয়ে দাবি-দাওয়া ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজুর। ১৩ দফা দাবি পেশ করার পর তিনি জানিয়েছেন, ক্রিকেটারদের আন্দোলনে ব্যক্তিগত রেষারেষি কিংবা ষড়যন্ত্র নেই।

বিসিবি সভাপতি যড়যন্ত্রের গন্ধ পেলেও ক্রিকেটারদের এই মুখপাত্রের বক্তব্য, ‘ব্যক্তিগতভাবে কারও সঙ্গে কোনও রেষারেষি নেই। তারা (ক্রিকেটাররা) কারও উসকানিতে কাজ করছে না, কারও প্ররোচনাতেও তারা কাজ করছে না।’

তাহলে হঠাৎ দাবি জানিয়ে আন্দোলনে নামার ‍কারণ? সাংবাদিকদের প্রশ্নের আগে মোস্তাফিজুর নিজেই উত্তরটা জানিয়ে দিলেন, ‘যে দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তার প্রেক্ষিতে মনে প্রশ্ন আসতে পারে—কেন এখন তারা এই চরম উদ্যোগ নিয়ে কাজ করছে? গত ৪-৫ বছর ধরে আমরা (ক্রিকেটাররা) এই দাবিগুলো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট বোর্ডের সামনে উপস্থাপন করেছি। ক্ষেত্রবিশেষে যে টুকটাক সমাধান হয়নি, তা নয়। বিভিন্ন সময়ে তাদের আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলো এর কোনও প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। সেটা পাওয়ার জন্যই এই দাবি।’

সঙ্গে যোগ করেছেন, ‘এরা অনেক ত্যাগ স্বীকার করে ক্রিকেট খেলে। ১০-১৫ বছরে পুরো জীবনের অর্থ উপার্জন করতে হয় তাদের। এরমধ্যেও নানা প্রতিবন্ধকতায় পড়তে হয়।’

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত