X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শ্রীলঙ্কার কাছে হেরে মেয়েদের বিদায়

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ১৯:০১আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ১৯:০১

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ মেয়েদের ইমার্জিং এশিয়া কাপ ওয়ানডেতে পাকিস্তানকে দ্বিতীয় ম্যাচে হারিয়ে ফাইনালে খেলার আশা জাগিয়েছিল বাংলাদেশ। শিরোপার লড়াই নিশ্চিত করতে রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল তারা। স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরে ছিটকে গেলো মেয়েরা।

পাকিস্তানকে ৬৫ রানে হারানোর পর দিন শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। ৪৮.৩ ওভারে ১২৭ রানে অলআউট হয় তারা। ৩৩.৪ ওভারে ৬ উইকেটে ১২৮ রান করে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জয়ের উচ্ছ্বাসে ভাসে লঙ্কানরা।

২১ রানে প্রথম উইকেট হারানোর পর নড়বড়ে হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৫০ রানে তাদের ৬ ব্যাটসম্যান সাজঘরে ফিরে যায়। ফাহিমা খাতুন ও সোবহানা মুস্তারির ৩০ রানের ‍জুটিতে প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। ইনিংস সেরা ২৯ রানে মুস্তারি আউট হওয়ার পর নাহিদা আক্তারের (১৯) সঙ্গে ২৭ রানের আরেকটি স্বস্তিদায়ক জুটি গড়েন ফাহিমা। তিনি ২১ রানে বিদায় নেওয়ার পর আর ১০ রান করতে শেষ ২ উইকেট হারায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে কাভিষা দিলহারি সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান সত্য সন্দীপনী ও উমেশা থিমাসিনি।

লক্ষ্যে নেমে নাহিদা ও ফাহিমার দুর্দান্ত বোলিংয়ে কিছুটা চাপে পড়েছিল লঙ্কানরা। যদিও অধিনায়ক হারশিথা মাদাভির ৫৩ রানের ইনিংস শ্রীলঙ্কাকে সহজ জয় এনে দেয়।

নাহিদা ৩টি ও ফাহিমা নেন ২ উইকেট। এই জয়ে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট পেলেও শ্রীলঙ্কা রান রেটে এগিয়ে থেকে নিশ্চিত করেছে মঙ্গলবারের ফাইনাল, যেখানে তাদের প্রতিপক্ষ ভারত। প্রথম পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি