X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘সাকিব আরও বড় তারকা হয়ে মাঠে ফিরবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ০০:৪৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০০:২৫

‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে আলোচকরা ইতোপূর্বে নিষেধাজ্ঞায় পড়া সব ক্রিকেটারই দুর্দান্তভাবে খেলায় ফিরে এসেছেন। সবাই পাশে থাকলে সাকিব আল হাসানও আরও বড় তারকা হয়ে ক্রিকেট মাঠে ফিরবেন–এমন আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘আবার ক্রিকেট’ শীর্ষক বৈঠকিতে এসব কথা বলেন তারা। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় শনিবার (২ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউন স্টুডিওতে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

বিসিবি পরিচালক মাহবুব আনাম বৈঠকিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম বলেন, ‘সাকিব তার অবস্থান ফেসবুক পোস্টে একদম পরিষ্কার করে দিয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের তিনি একটু ধৈর্য ধরতে বলছেন। কারণ এই সময়টা আমার মনে হয় তাকে একটু স্পেস দেওয়া ভালো। সাকিবের কিন্তু নিষেধাজ্ঞা দুই বছরের জন্য। তার মধ্যে বলা আছে, এক বছর খেলা থেকে বহিষ্কার। তার সঙ্গে আইসিসির যে চুক্তি হয়েছে সেটি কিন্তু আমরা এখনও দেখিনি। সেটি সাকিব ও আইসিসির একান্ত ব্যক্তিগত। আইসিসি নোটিশ দিয়েছে বিষয়টি জনসম্মুখে খোলাসা করার জন্য। সেই চুক্তি মোতাবেক তাকে কাজ পরিচালনা করতে হবে। এখানে চ্যালেঞ্জ করার অধিকার সাকিব ও আইসিসি খর্ব করেছে।’

বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল এ সময় জানতে চান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাকিবের সাজা কমাতে আইনি দিকটি খতিয়ে দেখবেন বলে আমরা পত্রিকায় দেখেছি। যেহেতু সাকিবের অপরাধের তুলনায় সাজা কম হয়েছে বলছেন, এতে হিতে বিপরীত হতে পারে কিনা?  জবাবে মাহবুব আনাম বলেন, ‘আইসিসির রায়ে বলা আছে সাকিব আল হাসান অথবা আইসিসি কারোই এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। সুতরাং আপিল করলেও তো সেটা গ্রহণ করার সুযোগ নেই। আর তারা দুজন ছাড়া কেউ আপিলের অধিকারই রাখেন না।’

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্মিথকে সাসপেনশনের পরে তিনি ঘরোয়া ক্রিকেটও খেলতে পারেননি। একটা প্রতিবন্ধকতা অতিক্রমের পর তিনি ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আমাদের পক্ষ থেকে চেষ্টা রয়েছে সাকিবকে সর্বোচ্চ সাপোর্ট করার জন্য, সুবিধা দেওয়ার জন্য। নিয়মের মধ্যে থেকে, তাকে কোনও বিপদে না ফেলে আমরা তাকে যতটুকু সহযোগিতা করতে পারি তা করবো।’

সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘ভারতের সঙ্গে সিরিজে সাকিবের অভাব অনুভূত হতে পারে। তিনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাকে সবাই দেখতে চাইবে। তিনি ভারতের ঘরোয়া লিগে খেলেন, সেই সুবাদে তারাও সাকিবকে দেখতে চাইবে। আমাদের ক্ষতি হয়ে গেলো যে, সাকিবের ব্যাটিং-বোলিং দুটোই আমরা মিস করবো।’

বিসিবির পরিচালক কাজী ইনাম আহমেদ সাকিব যাতে অনুশীলন চালিয়ে যেতে পারেন, সেই বিষয়টি দেখা হবে বলে জানালেন বিসিবি পরিচালক ও সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বোর্ডের সুযোগ-সুবিধা পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা আমাদের আইনি উপদেষ্টার সঙ্গে বসবো। আমরা আরও ভালো করে যাচাই করতে পারি। আইসিসির সঙ্গেও যোগাযোগ করে দেখতে পারি।’

অন্য দেশের উদাহরণ দিয়ে কাজী ইনাম বলেন, ‘অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বেশ কিছু জায়গায় বোর্ডের সুযোগ-সুবিধার বাইরে অনেক কিছু থাকে। কিন্তু আমাদের সেটি নেই। আমরা এ নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করতে পারি কিনা দেখবো।’

সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার সিনিয়র ক্রীড়া সাংবাদিক এমএম কায়সার বলেন, ‘ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সবারই এক বছর বহিষ্কারাদেশের পর ফিরে আসাটা ছিল সাফল্যমণ্ডিত। স্মিথকে দেখুন, ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজে তার খেলা দেখে সবাই বলেছেন, ব্র্যাডম্যানের মতো খেলেছেন। ডেভিড ওয়ার্নার ৬০০-এর বেশি রান করেছেন ওয়ার্ল্ড কাপে। সাকিবকে আমরা সুপারম্যান সাকিব বলে থাকি, তাই আমার কাছে মনে হয়, তিনি যখন ফিরবেন আরও সুপার হয়েই ফিরবেন। এখানে আমাদের ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ দেওয়া উচিত যে তারা আলাদা করে সাকিবের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি, বরং পাশে থেকেছে।’   

বাংলা ট্রিবিউন সম্পাদক জুলফিকার রাসেল রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন।

অনুষ্ঠান সঞ্চালক সাংবাদিক মুন্নী সাহা

 

/এসও/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত