X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাকিব-তামিমকে জয় উৎসর্গ

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০১৯, ২৩:৫৭আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৪২

সাকিব-তামিমকে জয় উৎসর্গ ভারত সফরের আগে কম ঝামেলা হয়নি বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটারদের ধর্মঘট থেকে শুরু করে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় কাঁপছিল দেশের ক্রিকেট অঙ্গন। দিল্লিতে এসেও বায়ু দূষণের কারণে অনুশীলনে ভোগান্তি। এত প্রতিবন্ধকতা দূরে সরিয়ে ভারতের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ, যেটা নিষিদ্ধ সাকিব ও ছুটিতে থাকা তামিম ইকবালকে উৎসর্গ করলো তারা।

ম্যাচ জুয়াড়ির অনৈতিক প্রস্তাব তিনবার গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ সাকিব, এর মধ্যে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ব্যক্তিগত কারণে এই সফর থেকে সরে দাঁড়ান তামিমও। দুই সিনিয়র ব্যাটসম্যান না থাকলেও ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি জিতলো বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির হাজারতম ম্যাচ রাঙালো তারা দুর্দান্ত জয়ে।

৭ উইকেটে জেতার পর সৌম্য বলেছেন পুরো দলের মনের কথা, ‘প্রত্যেকে শান্তশিষ্ট ছিল। আমরা সবাই ইতিবাচক চিন্তা করছিলাম। তামিম ও সাকিব সিনিয়র খেলোয়াড়। আমরা এই জয়টা তাদের উৎসর্গ করতে চাই।’

এই জয়ে পুরো দলকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ, বিশেষ করে মুশফিক ও সৌম্যকে। সাকিবের নিষেধাজ্ঞায় নেতৃত্ব পাওয়া এই অলরাউন্ডার বলেছেন, ‘আমি মনে করি, আমাদের শুরুটাই ভিত গড়ে দিয়েছে সবকিছুর। বোলাররা দারুণ করেছে। ছেলেরা ভালো পারফর্ম করায় আমার নেতৃত্ব দেওয়াটা সহজ হয়ে গিয়েছিল।’

তিনি আরও বলেছেন, ‘মুশি (মুশফিক) এই কৃতিত্বের দাবিদার, বিশেষ করে সে ও সৌম্য। নাঈমও অভিষেকে ভালো ব্যাটিং করেছে, যেমনটা দরকার ছিল তেমন শুরু এনে দিয়েছে।’

বাংলাদেশের প্রশংসা করলেন ভারতের রেকর্ড ৯৯তম টি-টোয়েন্টি খেলা রোহিত শর্মা। স্বাগতিক অধিনায়ক বলেছেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। আমরা যখন ব্যাটিংয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনেছিল তারা। এই রানে তাদের আটকানো সম্ভব ছিল, কিন্তু আমরা ফিল্ডিংয়ে ভুল করেছি।’

/এফএইচএম/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা