X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

উইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০১৯, ২৩:৩৭আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২৩:৪২

ম্যাচসেরা ইনিংস খেলেন গুরবাজ ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতে হেরে শুরু করেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা এবং করিম জানাতে দুর্দান্ত বোলিংয়ে সমতা ফেরায়। রবিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে রহমানউল্লাহ গুরবাজের ম্যাচসেরা নৈপুণ্যে উইন্ডিজকে ২৯ রানে হারালো। তাতে ২-১ এ সিরিজও জিতলো আফগানরা।

লক্ষ্ণৌতে টস জিতে ব্যাট করতে নেমে গুরবাজের ঝড়ো ফিফটিতে ৮ উইকেটে ১৫৬ রান করে আফগানিস্তান। শাই হোপের ফিফটিতে জয়ের আশা টিকে থাকলেও নাভিন উল হকের বোলিংয়ে পথ হারায় ক্যারিবিয়ানরা। ৭ উইকেটে ১২৭ রানে থামে তারা।

আগে ব্যাট করে ওপেনার গুরবাজ কেবল একপ্রান্ত থেকে ব্যাটসম্যানদের আসা যাওয়া দেখেছেন। তবে নিজের প্রান্ত আগলে রেখে ঝড় তোলেন তিনি। ৫২ বলে ৬ চার ও ৫ ছয়ে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। দলীয় ১২০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে মাঠ ছাড়েন গুরবাজ।

শেষ দিকে নাজিবউল্লাহ জাদরান (১৪) ও মোহাম্মদ নবীর (১৫) ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা। আসগর আফগানের ব্যাটে আসে ২৪ রানের দ্বিতীয় সেরা ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শেলডন কট্রেল, কিমো পল ও কেসরিক উইলিয়ামস দুটি করে উইকেট নেন।

লক্ষ্যে নেমে ১৬ রানে দুটি উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি উইন্ডিজ। যদিও এভিন লুইসের (২৪) সঙ্গে ২৬, শিমরন হেটমায়ারের (১১) সঙ্গে ৩৮ ও কিয়েরন পোলার্ডকে (১১) নিয়ে ৩২ রানের জুটি গড়েন হোপ। তবে রানের গতি বাড়াতে পারেননি কেউ। হোপ ৪৬ বলে তিন চার ও এক ছয়ে ৫২ রানে বিদায় নেন।

মুজিব উর রহমান ও রশিদ খানের নিয়ন্ত্রিত স্পিনের সঙ্গে নাভিন উল হক দুর্দান্ত জয়ে অবদান রাখেন সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে। মুজিব ৩ ওভারে ৯ রান দিয়ে নেন ১ উইকেট। তার চেয়ে একটি ওভার বেশি করে ১৮ রান দিয়ে এক উইকেট পান রশিদ।   

আগামী ২৭ নভেম্বর হবে দুই দলের একমাত্র টেস্ট। এর আগে ২০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
স্থায়ী কমিটির প্রেস বিজ্ঞপ্তিইসরায়েল থেকে বিমান আসা ও কেএনএফ নিয়ে যা বললো বিএনপি
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
‘বিএনপি বিরোধিতা করলেও তাদের অনেকেই উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে’
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
পেনাল্টি নিয়ে বিবাদ, চেলসি কোচ যা বললেন
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
লিটারে ১০ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান