X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

৭২ দিনেই জিমনেসিয়ার দায়িত্ব ছাড়লেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ১৮:২৯আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১৮:৩৬

জিমনেসিয়ায় দুই মাসের একটু বেশি সময় থাকলেন ম্যারাডোনা জিমনেসিয়ার সঙ্গে চুক্তি করে এক দশক পর কোচ হিসেবে আর্জেন্টিনায় ফিরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার ওপর ভর করে আর্জেন্টাইন প্রথম বিভাগের ক্লাব ঘুরে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু ব্যর্থতার বৃত্ত থেকে তাদের বের করতে পারেননি এই ফুটবল গ্রেট। তাতে মাত্র ৭২ দিন পর পদত্যাগ করলেন তিনি।

কোচ হিসেবে ম্যারাডোনা মাত্র তিনটি জয়ের দেখা পেয়েছেন জিমনেসিয়ার সঙ্গে। গত সেপ্টেম্বরে সুপার লিগা দলটির দায়িত্ব নেন। এই মৌসুমের শেষ পর্যন্ত তার চুক্তির মেয়াদ ছিল। কিন্তু তার অধীনে ৮ ম্যাচ খেলেও আর্জেন্টাইন শীর্ষ লিগের তলানি থেকে তিন নম্বরে অবস্থান করছে দলটি। ২২তম স্থানে থেকে অবনমনের শঙ্কায় তারা।

শেষ ম্যাচে আলদোসিভির বিপক্ষে ৩-০ গোলে জিতলেও ক্লাবের ভরাডুবিতে ম্যারাডোনার ওপর চাপ ছিল, তীব্র সমালোচনার শিকার হন ক্লাব প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল পেল্লেগ্রিনো। মিডিয়া রিপোর্টে জানা গেছে, কোচ হয়তো দায়িত্বে থেকে যেতে পারবেন। কিন্তু ম্যারাডোনা দৃঢ় কণ্ঠে জানান, কেবল পেল্লেগ্রিনো থাকলেই দায়িত্বে থাকবেন তিনি।

মঙ্গলবার পেল্লোগ্রিনো জানান, জিমনেসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আর দাঁড়াবেন না। একই সঙ্গে ম্যারাডোনা ও তার কোচিং টিমের চলে যাওয়ার কথাও নিশ্চিত করেন তিনি, ‘গতকাল তার সঙ্গে কথা হয়েছে এবং তিনি আমাকে বলেছেন, যদি একতা থাকে তবেই চালিয়ে যাবেন। কিন্তু সেটা হলো না। আর দায়িত্বে থাকতে চান না তিনি। ম্যারাডোনা, মেন্দেস (সহকারী কোচ সেবাস্তিয়ান) ও তার কোচিং স্টাফরা এক কথার মানুষ। আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে চলে যাবো।’

ম্যারাডোনার চলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে জিমনেসিয়া প্রেসিডেন্ট বলেছেন, ‘আজ (মঙ্গলবার) থেকে কাজ বন্ধ করে দিয়েছেন ম্যারাডোনা। তিনি আর জিমনেসিয়ার প্রধান কোচ নন।’

এরই মধ্যে আর্জেন্টাইন ক্লাব গোদোয় ক্রুজ ও আর্জেন্টিনোস জুনিয়র্স ম্যারাডোনাকে নিতে আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু মৌসুমের শুরুতে এই ফুটবল গ্রেট জানান, তিনি আবারও ফিরতে চান সাবেক ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েসে। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র