X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

হেটমায়ার-হোপের সেঞ্চুরিতে দুর্দান্ত উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

হেটমায়ার (ডানে) ও হোপের ২০০ ছাড়ানো জুটিতে অনায়াসে জিতেছে উইন্ডিজ ভারতে টেস্টে হোয়াইটওয়াশ ও টি-টোয়েন্টিতে এক ম্যাচ জিতেও সিরিজ হারের পর ওয়ানডেতে দুর্দান্ত ‍শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। চেন্নাইয়ে ১৩ বল হাতে রেখে স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো তারা।

রবিবার প্রথম ওয়ানডেতে ওপরের তিন ব্যাটসম্যানের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে ভর করে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৮ রানের চ্যালেঞ্জিং টার্গেট দেয় ভারত। ৮ উইকেটে ২৮৭ রান করে স্বাগতিকরা। শিমরন হেটমায়ার ও শাই হোপ এই চ্যালেঞ্জ সহজ করে দিয়েছেন ব্যাট হাতে। ৪৭.৫ ওভারে ২ উইকেটে ২৯১ রান করে উইন্ডিজ।

সপ্তম ওভারে শেলডন কট্রেলের জোড়া আঘাতে লোকেশ রাহুল (৬) ও বিরাট কোহলি (৪) মাঠ ছাড়েন। ২৫ রানে ২ উইকেট হারানো ভারত প্রতিরোধ গড়ে রোহিত শর্মার সঙ্গে শ্রেয়াস আইয়ারের ৫৫ রানের জুটিতে। রোহিতকে ৩৬ রানে শিকার করেন আলজারি জোসেফ।

আইয়ারের সঙ্গে ঋষভ পান্তের ১১৪ রানের জুটি ভারতকে স্বস্তি এনে দেয়। হাফসেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি দুজনের কেউই। ৮৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৭০ রানে জোসেফের বলে আউট হন আইয়ার। ওই ওভারেই কভারে কট্রেলের হাতে ৫৬ রানে জীবন পাওয়া পান্ত ইনিংসটাকে লম্বা করতে পারেননি। ৬৯ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রানে কিয়েরন পোলার্ডের কাছে উইকেট হারান।

এরপর কেদার যাদব ও রবীন্দ্র জাদেজার ৫৯ রানের জুটিতে আড়াইশ ছাড়ায় ভারত। যাদব ৩৫ বলে ৪০ রান করেন। ২১ রানে জাদেজা রান আউট হন।

কট্রেল ও জোসেফের সমান দুটি করে উইকেট পান কিমো পল।

লক্ষ্যে নামা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার সুনীল আমব্রিসকে (৯) পঞ্চম ওভারে ফিরিয়ে দারুণ শুরুর ইঙ্গিতে দেয় ভারত। তবে তাদের উচ্ছ্বাস কেড়ে নেন হোপ ও হেটমায়ার। দুজনের স্বতঃস্ফূর্ত ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে উইন্ডিজ। ৮৫ বলে ৮ চার ও ৪ ছয়ে সেঞ্চুরি করেন হেটমায়ার। উইকেটরক্ষক ব্যাটসম্যান হোপের সঙ্গে ২১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে বিদায় নেন তিনি।

৩৫তম ওভারে লং অনে ১০৬ রানে আইয়ারের হাতে জীবন পাওয়া হেটমায়ার ফিরে যান মোহাম্মদ সামির বলে। মিডউইকেট বাউন্ডারিতে তার ক্যাচ নেন আইয়ার। ১০৬ বলে ১১ চার ও ৭ ছয়ে ১৩৯ রানে আউট হন হেটমায়ার।

হোপ অপরাজিত সেঞ্চুরিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে ৬২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন নিকোলাস পুরান। ২৯ রানে খেলছিলেন তিনি। ১৪৯ বলে সেঞ্চুরি করা হোপ ১৫১ বলে ৭ চার ও ১ ছয়ে ১০২ রানে অপরাজিত ছিলেন।

আগামী ১৮ ডিসেম্বর বুধবার হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত: ৫০ ওভারে ২৮৭/৮ (পান্ত ৭১, আইয়ার ৭০, যাদব ৪০; জোসেফ ২/৪৫, কট্রেল ২/৪৬)

ওয়েস্ট ইন্ডিজ: ৪৭.৫ ওভারে ২৯১/২ (হেটমায়ার ১৩৯, হোপ ১০২*; চাহার ১/৪৮)

ম্যাচসেরা: শিমরন হেটমায়ার।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী