X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের পেসারদের কোচ ওটিস গিবসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ২৩:০৭আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২৩:১২

ওটিস গিবসন বিপিএল চলার সময়ই গুঞ্জন ওঠে- দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসন হচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। গুঞ্জনটা সত্যি হলো মঙ্গলবার। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামদের নতুন বোলিং কোচ হিসেবে গিবসনের নাম ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে শার্ল ল্যাঙ্গেভেল্টের পদত্যাগের পর থেকেই নতুন পেস বোলিং কোচের খোঁজে নামে বিসিবি। এই বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ ছিলেন গিবসন। তারই নাম আসে সবার আগে। চূড়ান্তও হয়ে গেলেন তিনি। ২০২২ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি করেছেন।

গিবসন বাংলাদেশের বোলারদের জন্য অগ্রগণ্য ভূমিকা রাখবেন বিশ্বাস বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর, ‘গিবসনের অন্তর্ভুক্তি কোচিং দলকে আরও শক্তিশালী করবে। বিশ্বজুড়ে খেলার পাশাপাশি কোচিংও করিয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট পর্যবেক্ষণ করারও সুযোগ পেয়েছেন। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে ভূমিকা রাখবেন।’

বিপিএলে থাকতেই বাংলাদেশেল কোচিংয়ে যুক্ত হওয়ার আগ্রহ জানান গিবসন, ‘আমি ক্রিকেট ভালোবাসি ও বোলারদের কোচিং করাতে পছন্দ করি। যদি এখানে এসে কাজ করার ও তরুণ ফাস্ট বোলারদের শেখানোর সুযোগ হয়, আমি অবশ্যই সুযোগটি নিতে চাইবো।’ তার এই আগ্রহে সাড়া দিয়েছে বোর্ড।

এই মুহূর্তে ইংল্যান্ডে আছেন গিবসন। পাকিস্তানে প্রথম টি-টোয়েন্টির আগেই দলে যোগ দেবেন তিনি। ২৪ জানুয়ারি সরাসরি লাহোরে যাবেন। বাংলাদেশ দলের আগামীকাল বুধবার সন্ধ্যায় লাহোরের উদ্দেশে রওনা দেওয়ার কথা। গিবসন যাচ্ছেন বলে এইচপি দলের পেস বোলিং কোচ চম্পাকা রমানায়াকে দেশেই থাকছেন।

সাবেক এই ক্যারিবিয়ান পেসারের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলা গিবসন ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে কাজ করেছেন। তার অধীনেই ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে আগে ইংল্যান্ডের পেস বোলিং কোচ ছিলেন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত। দ্বিতীয় দফায় আবারও ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব নেন ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত। এরপর দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২ বছরের জন্য। গত বিশ্বকাপের পর প্রোটিয়াদের দায়িত্ব ছাড়েন।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ