X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দর্শককে গালি, ক্ষমা চাইলেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২০, ১১:৫৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১২:০৭

এবার দর্শককে গালি দিয়ে আলোচনায় বেন স্টোকস তার ব্যাটি-বোলিংয়ের সামর্থ্য নিয়ে কোনও প্রশ্ন নেই। ইংল্যান্ড প্রথম বিশ্বকাপ জিতেছে তো তারই বীরোচিত পারফরম্যান্সে। ঘরের মাঠের অ্যাশেজে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে অতিমানবীয় ব্যাটিংয়ে দুর্দান্ত জয় এনে দিয়ে ইংল্যান্ডের সর্বকালের সেরাদের তালিকায় নাম তুলেছেন বেন স্টোকস। কিন্তু আচরণগত দিক থেকে তাকে পেছনের সারিতেই রাখতে হবে। স্টোকস ও বিতর্ক যেন হাত ধরাধরি করে ‍চলছে। চলমান জোহানেসবার্গ টেস্টে আবারও আলোচনায় তিনি বিতর্কিত কর্মকাণ্ডে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২ রানে আউট হয়ে গেছেন। মানসিক অবস্থা এমনিতেই ভালো ছিল না, এর ওপর গ্যালারি থেকে দক্ষিণ আফ্রিকার কয়েকজন সমর্থন কিছু একটা বলেছিলেন তাকে উদ্দেশ্য করে। মেজাজ আর ধরে রাখতে পারলেন না। ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে ওঠার আগে দর্শকদের দিয়ে ধেয়ে যাওয়ার মতো অবস্থা, গালিও দিলেন। টিভি ক্যামেরার সৌজন্যে সেই দৃশ্য ধরাও পড়ে। তার ব্যবহার যে মোটেও ভালো ছিল না, বুঝতে সময় লাগেনি। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার।

২৮ বছর বয়সী তারকা নিজের ভুল স্বীকার করে নিয়েছেন, ‘আউট হওয়ার পর টিভি ক্যামেরায় দৃশ্যে যেটি ধরা পড়েছে, সেটির জন্য আমি ক্ষমা চাইছি। স্বীকার করছি, অপেশাদারের মতো আচরণ করেছি আমি। যেভাবে আমি কথা বলেছি, তার জন্য ক্ষমা চাইছি সে সময় সরাসরি সম্প্রচারে টিভির সামনে বসে থাকা বিশ্বের সব তরুণ ভক্তের কাছে।’

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলের কাছে বিষয়টি মোটেও ভালো লাগেনি। তার মতে, ‘কোনোভাবেই ওই ধরনের ব্যবহার করা ঠিক হয়নি স্টোকসের। তার আচরণ সত্যিই হতাশাজনক।’

ক্ষমা ‍চাইলেও হয়তো শাস্তির হাত থেকে রেহাই পাচ্ছেন না স্টোকস। আইসিসির আচরণবিধির ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন বাজে আচরণ করলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানার সঙ্গে যোগ হতে পারে ২ ডেমেরিট পয়েন্ট।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া