X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেদেরার-জোকোভিচ আরেকটি সেমিফাইনাল

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২০, ২০:৪৭আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২০:৫০

জোকোভিচের জয়োৎসব গ্যালারিতে বসেই দেখেছেন রড লেভার নিজের নামাঙ্কিত গ্যালারিতে বসে পুরো ম্যাচটা দেখলেন রড লেভার। অস্ট্রেলীয় কিংবদন্তিকে দেখে নোভাক জোকোভিচ তো অভিভূত। ম্যাচ শেষে বললেন কিছুটা স্নায়ুর চাপ অনুভব করছিলেন। রড লেভার অ্যারেনায় অবশ্য যথারীতি অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ান ওপেনের সফলতম খেলোয়াড়। মিলোস রাওনিচকে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন সরাসরি সেটে।

৬-৪, ৬-৩, ৭-৬ (৭/১) গেমে জয়ী জোকোভিচ সেমিফাইনালে খেলবেন রজার ফেদেরারের বিপক্ষে। গত জুলাইয়ে উইম্বলডনের অবিস্মরণীয় ফাইনালের স্মৃতি তাই উঁকি দিচ্ছে টেনিসপ্রেমীদের মনে।

অস্ট্রেলিয়ান ওপেনে ৭ বারের চ্যাম্পিয়ন জোকোভিচ কখনও রাওনিচের কাছে হারেননি। আজ দশম লড়াইয়ে ২-০তে এগিয়ে যাওয়ার পর তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়েন। তবে টাইব্রেকারে দাঁড়াতেই পারেননি রাওনিচ।

২ ঘণ্টা ৪৯ মিনিটে ম্যাচ শেষ করে জোকোভিচ সবার আগে বললেন ষাটের দশকে ১১টি গ্র্যান্ড স্লামজয়ীর কথা, ‘আজ রাতে রড লেভারকে গ্যালারিতে পেয়ে আমি সম্মানিত। তিনি পুরো ম্যাচ দেখেছেন, যা নিঃসন্দেহে চাপে রেখেছিল আমাকে।’ মেলবোর্ন পার্কে রেকর্ডটা (৭৩-৮) আরও উন্নত করে আনন্দিত বর্তমান চ্যাম্পিয়ন, ‘সন্দেহ নেই এটাই আমার সবচেয়ে প্রিয় কোর্ট।’ 

ফেদেরার টেনিসের সফলতম হলেও মুখোমুখি লড়াইয়ে ২৬-২৩ এ জোকোভিচ এগিয়ে। অস্ট্রেলিয়ান ওপেনেও পাল্লা তার দিকে ভারী। সার্ব তারকা আগের চার লড়াইয়ের তিনটিতে জিতেছেন, এবং তিনটি জয়ই সেমিফাইনালে। আরেকটি আকর্ষণীয় ম্যাচ নিশ্চিত করার পর ফেদেরারকে জোকোভিচের শ্রদ্ধার্ঘ্য, ‘রজারের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। টেনিসে তার বিশাল অর্জন।’

আজ যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনের বিপক্ষে ৭টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে কোয়ার্টার ফাইনাল জিতেছেন ফেদেরার। সুইস কিংবদন্তির ৫ সেটের লড়াই দেখে জোকোভিচ বিস্মিত, ‘আজ কোর্টে রজার যা করেছে তা একেবারে অবিশ্বাস্য। অবশ্য ক্যারিয়ারে বহুবারই এমন কাজ করেছে সে।’

বছরের প্রথম গ্র্যান্ড স্লামে জোকোভিচের একটি কীর্তিও অবিশ্বাস্য। মেলবোর্নে ১৪টি সেমিফাইনাল-ফাইনাল ম্যাচের প্রতিটি জিতেছেন তিনি! ফেদেরারের সামনে সত্যিই অগ্নিপরীক্ষা।

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা