X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

রোমান-ফ্রেডরিক জুটির সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৪আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৬

কোচ ফ্রেডরিকের সঙ্গে রোমান ২০১৮ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ আর্চারি দলের দায়িত্ব নিয়ে খোলনলচে পাল্টে দিয়েছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। দুই বছরের মধ্যে তার কোচিংয়ে বাংলাদেশ পেয়েছে অভূতপূর্ব সাফল্য। রোমান সানার কথাই ধরা যাক, যিনি প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়েছেন। এছাড়া এশিয়ান আর্চারিসহ অন্য প্রতিযোগিতাতেও এসেছে সাফল্য।

এর মধ্যে নেপালের এসএ গেমসে ১০টি পদকের সবক’টি জিতে দিয়েছে বড় চমক। এমন সাফল্যের পর বিশ্ব আর্চারি ফেডারেশন গত বছরের ব্রেকথ্রু ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করেছে রোমানকে। পাশপাশি ফ্রেডরিকও পেয়েছেন সেরা কোচের পুরস্কার।

দুজনেই ক্যারিয়ারে এই প্রথম বিশ্ব আর্চারি থেকে নিজ নিজ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হলেন। দুজনেই ভীষণ খুশি। রোমান মনোনয়ন পেয়েই খুশির সাগরে ভেসেছিলেন। এবার সেরা হয়ে বললেন, ‘ক্যারিয়ারে এটা বড় অর্জন। নিজেও বিশ্বাস করতে পারছি না। আসলে কখনও ভাবিনি এ সম্মান অর্জন করতে পারব। যখন মনোনোয়ন পেয়েছিলাম, তখনই ভেবেছিলাম এটাই আমার জন্য বড় প্রাপ্তি।’

এই বছর টোকিও অলিম্পিকসহ এশিয়ান আর্চারির অনেক ইভেন্ট রয়েছে। সেখানে নিজের পারফরম্যান্স ধরে রাখতে চাইছেন রোমান, ‘আমার এই পুরস্কার সামনের দিকে আরও ভালো করার প্রেরণা জোগাবে। সামনে বড় ইভেন্ট- অলিম্পিক আছে। সেখানে নিজের সেরাটা দিতে হবে। যাতে বাংলাদেশকে ভালো কিছু উপহার দিতে পারি। তবে এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। সেই চেষ্টাই করে যাচ্ছি।’

রোমানের মতোই প্রথমবার সেরা কোচ হয়েছেন ফ্রেডরিক। এই জার্মান বলেছেন, ‘এই পুরস্কার শুধু আমার একার নয়, বাংলাদেশের সবার। এই অর্জন বাংলাদেশেরও। এজন্য আর্চার থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দিতে হবে। সবার চেষ্টাতে সেরা কোচ হতে পেরেছি। আর রোমানের জন্য আমার গর্ব হয়। এখন সামনের দিকে এটা ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ হবে।’

২০২০ টোকিও অলিম্পিকে পাখির চোখ কোচের, ‘টোকিও অলিম্পিকে আমাদের ভালো করতে হবে। সেখানে যদি ভালো ফল হয়, তাহলে আামাদের সবার জন্য বড় উপহার হবে। আমি নিজেও চাই রোমানসহ অন্যরা ভালো করুক।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
আশুরা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল