X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিতে শেষ প্রহর গুনছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০১আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২১:০২

ম্যানচেস্টার সিটিতে এ মৌসুমই হয়তো শেষ গার্দিওলার কিছুদিন আগে পেপ গার্দিওলা বলেছিলেন, এবার চ্যাম্পিয়নস লিগ জিততে না পারলে বরখাস্ত হতে পারেন। ম্যানচেস্টার সিটি কোচের আশঙ্কা অমূলক নয় হয়তো। ম্যানসিটিকে দুবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এনে দিলেও ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার ট্রফিটি এনে দিতে পারেননি। এবার ব্যর্থ হলে ভবিষ্যতে সুযোগটা আর পাবেন কিনা সন্দেহ।

আয়ের চেয়ে বেশি ব্যয়ের অপরাধে আগামী দুই মৌসুম (২০২০-২১ ও ২০২১-২২) চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে না ম্যানসিটি। ইংলিশ চ্যাম্পিয়নরা উয়েফার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করবে। আপিলের সিদ্ধান্ত পক্ষে এলেও গার্দিওলা আর সুযোগ পাবেন কিনা বলা মুশকিল। এ মৌসুমের শেষে ম্যানসিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। আপাতত যা পরিস্থিতি, তাতে চুক্তি নবায়নের সম্ভাবনা কমই বলা যায়।

লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে ইংলিশ লিগে দুইয়ে আছে ম্যানসিটি। স্বয়ং গার্দিওলা বলেছেন, তার দলের শিরোপা ধরে রাখার আশা শেষ। চ্যাম্পিয়নস লিগ তাই চুক্তি নবায়নের বড় ভরসা। কিন্তু সেখানে অপেক্ষায় রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোতে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ম্যানসিটির প্রতিপক্ষ। ২৬ ফেব্রুয়ারি রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগ। ১৭ মার্চ ফিরতি লেগ হবে ম্যানসিটির ইতিহাদ স্টেডিয়ামে।

চ্যাম্পিয়নস লিগে ফাইনাল দূরের কথা, সেমিফাইনালেও খেলতে পারেনি ম্যানসিটি। এমনকি বার্সেলোনাকে সোনালী সাফল্যে রাঙানো গার্দিওলাও ইংলিশ ক্লাবে ব্যর্থ। ২০১৬-১৭ মৌসুমে তার অধীনে প্রথম চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির দৌড় থেমে যায় শেষ ষোলোর লড়াইয়ে। ঘরের মাঠে প্রথম লেগ ৫-৩ গোলে জিতে বেশ নির্ভার ছিল গার্দিওলার দল। কিন্তু মোনাকোর মাঠে ফিরতি লেগ ৩-১ গোলে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। দুই লেগ মিলে ফল ৬-৬ হলেও প্রতিপক্ষের মাঠে বেশি গোল করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় মোনাকো।

পরের মৌসুমে কোয়ার্টার ফাইনালে দেখা লিভারপুলের সঙ্গে। শেষ আটের লড়াইয়ে ‘অলরেড’-এর কাছে পাত্তাই পায়নি সিটি। লিভারপুলের মাঠ থেকে ৩-০ গোলে হেরে আসার পর ঘরের মাঠে হেরে যায় ২-১ গোলে।

গতবারও কোয়ার্টার ফাইনালে কপাল পুড়েছে ‘অ্যাওয়ে’ গোলের নিয়মে। টটেনহামের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হারলেও আশা ছাড়েননি গার্দিওলা। কিন্তু ইতিহাদে ফিরতি লেগ ৪-৩ গোলে জিতলেও বাদ পড়ে যায় ম্যানসিটি, মোনাকোর মতো সিটি ভক্তদের ‍হৃদয় ভেঙে সেমিফাইনাল নিশ্চিত করে টটেনহাম।

এবারও আশায় বুক বেঁধেছে ম্যানসিটির সমর্থকেরা। ইংলিশ লিগের আশা শেষ, কিন্তু চ্যাম্পিয়নস লিগ তো আছে! তবে এবারও ব্যর্থ হলে গার্দিওলাকে হয়তো ইউরোপ চ্যাম্পিয়ন না হয়েই বিদায় নিতে হবে ইতিহাদ থেকে। গত মৌসুমে সিটিকে ঘরোয়া ফুটবলের ‘ট্রেবল’ (প্রিমিয়ার লিগ, এফএ কাপ আর লিগ কাপের শিরোপা) এনে দিলেও একটা আক্ষেপ নিয়েই বিদায় নিতে হবে ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কোচকে।  

/এএআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা