X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শীর্ষস্থানের কাছে রাহুল, কোহলির অবনমন

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

লোকেশ রাহুল ও বিরাট কোহলি ক্যারিয়ারে বসন্ত চলছে লোকেশ রাহুলের। সাদা বলের ক্রিকেটে যে পজিশনেই নামছেন, রানের বন্যায় ভাসাচ্ছেন প্রতিপক্ষকে। নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন একের পর খেলেছেন চমৎকার সব ইনিংস। পাঁচ ম্যাচের ওই সিরিজেই আবার বিরাট কোহলিকে দেখতে হয়েছে মুদ্রার উল্টোপিঠ। খুব একটা সুবিধা করতে পারেননি ভারতীয় অধিনায়ক। টি-টোয়েন্টির নতুন ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তারই ছাপ।

আজ (সোমবার) প্রকাশিত নতুন ‍র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রাহুল। পাঁচ ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পথে ভারতীয় ব্যাটসম্যান ৫৬ গড়ে করেছেন ২২৪ রান। এতে শীর্ষস্থানের লড়াইয়ে খুব ভালো মতোই আছেন রাহুল। এই মুহূর্তে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার পার্থক্য ৫৬ রেটিং পয়েন্টের।

নিউজিল্যান্ডের বিপক্ষে রাহুলের সাফল্য এলেও কোহলিকে অবশ্য তার রূপে পাওয়া যায়নি। চার ইনিংসে করেছিলেন ১০৫ রান। তবে তার র‌্যাঙ্কিংয়ে অবনমনের কারণটা ইয়ন মরগানের পারফরম্যান্স। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজে দারুণ ব্যাট করেছেন ইংলিশ অধিনায়ক। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জেতার পথে মরগান ১৭০ স্ট্রাইক-রেটে করেছেন ১৩৬ রান। এতে কোহলিকে পেছনে ফেলে তিনি উঠে এসেছেন ৯ নম্বরে। সমান্তরালে ভারতীয় অধিনায়ককে আগের জায়গা থেকে নেমে যেতে হয়েছে ১০ নম্বরে।

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি ককেরও। ইংলিশদের বিপক্ষে তিন ইনিংসে যথাক্রমে ৩১, ৬৫ ও ৩৫ রান করে ১০ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই উইকেটকিপার।

বাংলাদেশের ব্যাটসম্যানদের জায়গায় খুব বেশি অদল-বদল হয়নি। সবার ওপরে থাকা মাহমুদউল্লাহ ধরে রেখেছেন আগের ২৮তম স্থান। মোহাম্মদ নাঈমও আছেন আগের ৪৪ নম্বরে। তবে উন্নতি হয়েছে লিটন দাস (৪৭) ও তামিম ইকবালের (৫০)।

বোলিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ বিশে কোনও পরিবর্তন নেই। যেখানে এক নম্বর জায়গা ধরে রেখেছেন আফগানিস্তানের রশিদ খান। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে ৩৯ নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান।

/কেআর/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা